হোম > সারা দেশ > পাবনা

রাস্তায় পড়ে থাকা অসুস্থ বৃদ্ধের চিকিৎসার ভার নিলেন ইউএনও

পাবনা সদর ও বেড়া প্রতিনিধি

পাবনার বেড়া উপজেলায় এক বৃদ্ধকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। বৃদ্ধের নাম সৈয়দ শামছুর রহমান। তিনি নাটোরের লালপুর উপজেলার দয়রামপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই বৃদ্ধ (৯০) লোকটি বেড়া উপজেলার কাজীরহাট এলাকায় রাস্তার ওপর অসুস্থ অবস্থায় পড়ে ছিলেন। তিনি অসুস্থতার কারণে খুব বেশি তথ্য দিতে পারছেন না। শুধু নাম আর ঠিকানা বলতে পারছেন। তিনি এখানে কীভাবে এলেন জানতে চাইলে জানিয়েছেন, তিনি অনেক দিন ধরে পায়ের সমস্যায় ভুগছেন। সন্তানেরা চিকিৎসা না করে এখানে ফেলে গেছে। স্থানীয়রা জানান, তিনি বারবার একটা কথাই সবাইকে বলছিলেন, ‘আমাকে আপনারা চিকিৎসা করান।’ 

বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়লে নজরে আসে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুর আলীর। তিনি শুক্রবার রাতে ওই বৃদ্ধকে উদ্ধার করে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। শনিবার সকালে ইউএনও নতুন জামা-কাপড় নিয়ে তাঁকে দেখতে যান। এ সময় বৃদ্ধের শরীরের অবস্থা বিবেচনায় চিকিৎসকের সঙ্গে কথা বলে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন ইউএনও।

এ বিষয়ে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফাতেমাতুয-যোহরা বলেন, বৃদ্ধকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর পায়ে পচন ও পোকা ধরেছে। ডায়বেটিস উচ্চমাত্রায় থাকায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. সবুর আলী বলেন, বৃদ্ধের চিকিৎসার সব ব্যয়ভার বেড়া উপজেলা প্রশাসন বহন করবে। বর্তমানে তিনি খুব অসুস্থ হওয়ায় কথা বলতে পারছেন না। সেজন্য এখনো তাঁর বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হচ্ছে না। একটু সুস্থ হলেই সব তথ্য পাওয়া যাবে। তখন তাঁকে পরিবারে কাছে হস্তান্তর করা হবে। 

পাবনায় এবার বিষপ্রয়োগে ৩ কুকুর হত্যার অভিযোগ

পাবনায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ

পাবনার কারাগারে আওয়ামী লীগ নেতা ও সংগীতশিল্পী প্রলয় চাকির মৃত্যু

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে

পাবনা-৫: ১৭ মামলার আসামি শিমুল, ইকবালের মাথায় ১

চাটমোহরে স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত নার্সকে ছুরিকাঘাতের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

কথা পরিষ্কার—নিরীহ মানুষকে গ্রেপ্তার করা যাবে না: হাবিব

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে ঈশ্বরদী

পাবনার সাঁথিয়া: উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগার