হোম > সারা দেশ > পাবনা

মাটিচাপা ৭৪ কেজি কষ্টিপাথরের মূর্তিসহ আটক ১

পাবনা প্রতিনিধি

জব্দ করা ৭৪ কেজির কষ্টি পাথরের মূর্তি। সোমবার বিকেলে পাবনার আমিনপুর থানার চক আব্দুস শুকুর এলাকায়। ছবি: আজকের পত্রিকা

পাবনার আমিনপুরে বাড়ির আঙিনায় মাটির নিচে পুঁতে রাখা ৭৪ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে র‍্যাব। এ ঘটনায় রাজু আহমেদ বাবু (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সোমবার (১৯ মে) বিকেল ৫টার দিকে র‍্যাব-১২, সিপিসি-২ পাবনা ও কুষ্টিয়া র‍্যাবের একটি যৌথ দল আমিনপুর থানার চক আব্দুস শুকুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। রাজু আহমেদ বাবু আমিনপুর থানার কাজী শরীফপুর গ্রামের মৃত মোকছেদ শেখের ছেলে।

র‍্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মেজর মো. ফারহান-উজ-জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ র‍্যাব-১২-এর অধিনায়কের নির্দেশে অভিযান চালানো হয়। গ্রেপ্তার হওয়া রাজু আহমেদ বাবুর দেওয়া তথ্য অনুযায়ী তাঁর বাড়ির আঙিনায় মাটি খুঁড়ে কষ্টিপাথরের ওই মূর্তি উদ্ধার করা হয়।

র‍্যাব কর্মকর্তা ফারহান-উজ-জামান আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মূর্তিটি অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা হয়েছিল। আটক রাজু আহমেদ বাবুকে জব্দকৃত মূর্তিসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমিনপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিখোঁজের ৫ দিন পর পাবনার বিলে হাত-পা ও মুখ বাঁধা কিশোরীর লাশ

পাবনায় অস্ত্র-গুলিসহ ‘কিলার জাহিদ’ গ্রেপ্তার

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: জাতীয় পুরস্কারপ্রাপ্ত হাসপাতালের দুরবস্থা

পাবনা বিএডিসি: এডির স্বেচ্ছাচারিতায় অচলাবস্থা

চাটমোহরে শিয়ালের মাংস বাজারে বিক্রির অভিযোগ

পাবনায় এবার বিষপ্রয়োগে ৩ কুকুর হত্যার অভিযোগ

পাবনায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ

পাবনার কারাগারে আওয়ামী লীগ নেতা ও সংগীতশিল্পী প্রলয় চাকির মৃত্যু

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে