হোম > সারা দেশ > পাবনা

বেহাল সড়কে ভোগান্তি

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

সাঁথিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের নতুন বাস টার্মিনাল থেকে আলাউদ্দিনের জমি পর্যন্ত সরকারি রাস্তাটি বেহাল। ছবি: আজকের পত্রিকা

সাঁথিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নতুন বাস টার্মিনাল থেকে আলাউদ্দিনের জমি পর্যন্ত সরকারি রাস্তাটি বেহাল হয়ে আছে। সামান্য বৃষ্টিতে রাস্তায় পানি জমে চলাচলের অযোগ্য হয়ে যায়। এতে এলাকাবাসীর চলাচলে এবং মাঠ থেকে ফসল আনতে সীমাহীন দুর্ভোগে পড়তে হয়। সাথিয়া পৌর কর্তৃপক্ষ বরাবর কয়েকবার আবেদন করেও কাঙ্ক্ষিত ফলাফল মেলেনি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নতুন বাস টার্মিনাল থেকে ইসহাকের বাড়ি পর্যন্ত রাস্তাটি আরসিসি ঢালাইয়ের কাজ করেছে ২০২৩ সালে। বাকি প্রায় ৫০০ গজ রাস্তার কাজ না করায় এই দুর্ভোগে পড়তে হয় এলাকাবাসীকে। তাদের দাবি, দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি আরসিসির কাজ করে এই দুর্গতি থেকে যেন অবসান করা হয়।

আব্দুল আলিম নামের এক বাসিন্দা বলেন, ‘সরকারি রাস্তাটি দিয়ে আমরা মাঠ থেকে ধান, গম, পেঁয়াজ, মরিচ, পাট আনা-নেওয়া করি। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি দিয়ে চলাচল করা কষ্ট হয়ে যায়। ২০২৩ সালে নতুন বাস টার্মিনাল থেকে ইসহাকের বাড়ি পর্যন্ত আরসিসি ঢালাই করা হয়। বাকি প্রায় ৫০০ গজ রাস্তা করার জন্য মেয়র মাহবুবুল আলম বাচ্চু ২০২৪ সালে সার্ভেয়ার দ্বারা জরিপ করেন। ৫ আগস্ট সরকার পতনের সঙ্গে সঙ্গে মেয়রেরও পতন ঘটে। ফলে রাস্তাটির আর কোনো কাজ হয়নি। আমরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করেছি। দ্রুত সময়ে রাস্তাটির আরসিসি ঢালাইয়ের কাজ করার দাবি জানিয়েছি।’

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা বলেন, ‘আবেদন পেয়েছি। সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ঈশ্বরদীতে প্রতিপক্ষের গুলিতে বিএনপি নেতা খুন

চাটমোহরে সমতল জমিতে কমলা চাষে সম্ভাবনা, সফল কৃষক খয়বর

মুক্তিযোদ্ধাদের ‘জয় বাংলা’ স্লোগান, একজনের ছেলেকে মারধর

সংগীতশিল্পী ও আওয়ামী লীগ নেতা প্রলয় চাকী আটক

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন

পাবিপ্রবি ও জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি

নিজামী-গোলাম আযমকে দেশপ্রেমিক বলায় ছাত্রদল-শিবির হট্টগোল

পাবনায় মদ পানে ২ যুবকের মৃত্যু

পাবনায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা শিমুল বিশ্বাসসহ আহত ৪

পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চালু মার্চেই: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী