হোম > সারা দেশ > পাবনা

চাটমোহরে প্রায় সাড়ে ১৫ হাজার টন গম উৎপাদন

প্রতিনিধি, (চাটমোহর) পাবনা

চাটমোহরে গমের ভাল ফলন হয়েছে। বর্তমান বাজারে গমের দামও ভালো। ফলে চাষীদের মুখে এখন হাসির ঝিলিক। তবে যারা জমি চাষ না করেই গমের বীজ বপন করেছে তাদের উৎপাদন খরচ কম হওয়ায় তারা বেশি লাভবান হয়েছেন।

উপজেলা কৃষি অফিস সূত্র জানা গেছে , এ বছর চাটমোহরে ৪ হাজার ৩৪০ হেক্টর জমিতে গম চাষ হয়েছিল। হেক্টর প্রতি গড় ফলন পাওয়া গেছে প্রায় সাড়ে ৩ টন। হিসেব মতে, চাটমোহরের ১১টি ইউনিয়ন ও একটি পৌর এলাকায় ১৫ হাজার ৩১১ টন গম উৎপাদন হয়েছে।

বেজপাড়া গ্রামের আবু বকর সিদ্দিকী বলেন, এ বছর আড়াই বিঘা জমিতে গম চাষ করেছিলাম। গম বীজ বপনের সময় কোন জমিতেই চাষ দেইনি। গত রবি মৌসুমের শেষদিকে এসে জমি থেকে ধান কাটার ঠিক দু’একদিন আগে কাঁদাযুক্ত জমিতে গমের বীজ ছিটানো হয়েছিলো। এতে বীজ, সার, কীটনাশক, সেচ ও বিঘা প্রতি প্রায় ৪ হাজার টাকার মতো খরচ হয়েছে। জমিতে গড়ে প্রায় ১৫ মণ হারে ফলন পেয়েছি। বর্তমানে উপজেলার হাটবাজারে প্রতিমণ গম ১ হাজার ৫০ টাকা থেকে ১১০০ টাকায় বিক্রি হচ্ছে। এক বিঘা জমিতে প্রায় দশ হাজার টাকা লাভ পেয়েছি। 

রামনগর গ্রামের চাষী মানিক হোসেন প্রামানিক জানান জমি চাষ করে গম আবাদে বীজ, সার, কীটনাশক, কাটামাড়াইসহ বিঘা প্রতি খরচ হয়েছে ৭ হাজার ৩৫০ টাকা। বিঘা প্রতি ফলন পেয়েছেন ১৫ মণ। প্রতি বিঘায় লাভ হয়েছে ৮ হাজার ৪০০ টাকা। 

চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা এ.এ.মাসুমবিল্লাহ জানান,  গত বছরের তুলনায় এ বছর ৩০ হেক্টর জমিতে গম চাষ বেশি হয়েছে। এরমধ্য কিছু নিচু জমিতে চাষ না করেই গম আবাদ করেছেন কৃষক। আবহাওয়া গম চাষে উপযোগী হওয়ায় অন্য যেকোন বছরের চেয়ে এ বছর উৎপাদনও ভাল হয়েছে। আগাম উফশী বারী গম-৩৩ বিঘা প্রতি ১৪ থেকে ১৫ মণ ফলনও হয়েছে। সব মিলিয়ে গম চাষ করে খুশি কৃষকরা।  

নিখোঁজের ৫ দিন পর পাবনার বিলে হাত-পা ও মুখ বাঁধা কিশোরীর লাশ

পাবনায় অস্ত্র-গুলিসহ ‘কিলার জাহিদ’ গ্রেপ্তার

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: জাতীয় পুরস্কারপ্রাপ্ত হাসপাতালের দুরবস্থা

পাবনা বিএডিসি: এডির স্বেচ্ছাচারিতায় অচলাবস্থা

চাটমোহরে শিয়ালের মাংস বাজারে বিক্রির অভিযোগ

পাবনায় এবার বিষপ্রয়োগে ৩ কুকুর হত্যার অভিযোগ

পাবনায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ

পাবনার কারাগারে আওয়ামী লীগ নেতা ও সংগীতশিল্পী প্রলয় চাকির মৃত্যু

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে