হোম > সারা দেশ > পাবনা

পাবনায় ছাত্রলীগ নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

পাবনা প্রতিনিধি

ছাত্রলীগ নেতা কাজী তুষার । ছবি: সংগৃহীত

পাবনায় ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী আওয়ামী লীগ নেতা আবু সাঈদ খানের বাড়ি ভাঙচুরের সময় গোপনে ভিডিও ধারণ করায় পৌর ছাত্রলীগ নেতা কাজী তুষারকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে ছাত্র-জনতা।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের শালগাড়িয়ায় পাবনা জেনারেল হাসপাতাল সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

আটক তুষার পৌর সদরের শালগাড়িয়া শাপলা প্লাস্টিক মোড় এলাকার কাজী সুলতানের ছেলে। তিনি পাবনা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বিকেল ৫টার দিকে শহরের গোডাউন মোড়ে ছাত্র-জনতার আন্দোলনে গুলি করে দুজন শিক্ষার্থী হত্যা মামলার প্রধান আসামি ও পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদের বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন ছাত্র-জনতা।

ব্যাপক ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উৎসুক জনতা হিসেবে গোপনে ভাঙচুর ও অগ্নিসংযোগ দেখতে এবং ছবি তুলছিলেন কাজী তুষার।

এ সময় ছাত্র-জনতার একজন তাঁকে দেখে চিনে ফেলে। তখন ছাত্র-জনতা ধাওয়া দিলে তিনি পাশের জালাল মেমোরিয়াল হাসপাতালে ঢুকে পড়েন। সেখানে তাঁকে ছাত্র-জনতা ঘিরে ধরে। বেগতিক দেখে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে সেখান থেকে বের করে দিলে ছাত্র-জনতা ব্যাপক গণপিটুনি দেয়। এরপর তুষার দৌড়ে পাশের পশ্চিম শালগাড়িয়া জামে মসজিদে ঢুকে পড়েন। পরে পুলিশ গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে আমরা আহতাবস্থায় তুষারকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

পাবনায় এবার বিষপ্রয়োগে ৩ কুকুর হত্যার অভিযোগ

পাবনায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ

পাবনার কারাগারে আওয়ামী লীগ নেতা ও সংগীতশিল্পী প্রলয় চাকির মৃত্যু

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে

পাবনা-৫: ১৭ মামলার আসামি শিমুল, ইকবালের মাথায় ১

চাটমোহরে স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত নার্সকে ছুরিকাঘাতের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

কথা পরিষ্কার—নিরীহ মানুষকে গ্রেপ্তার করা যাবে না: হাবিব

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে ঈশ্বরদী

পাবনার সাঁথিয়া: উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগার