হোম > সারা দেশ > পাবনা

পাবনায় কারখানায় অভিযান, ২৭ বস্তা চায়না দুয়ারি জাল জব্দ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি 

পুড়িয়ে ফেলা হয় চায়না দুয়ারি জাল। ছবি: আজকের পত্রিকা

পাবনার ফরিদপুরে অভিযান চালিয়ে ২৭ বস্তা অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ফেলেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১০ আগস্ট) বিকেল ৫টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফরিদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছানোয়ার মোর্শেদ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আজ বিকেল ৫টার দিকে উপজেলার সোনাহারা এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ চায়না জালের কারখানা থেকে ২৭ বস্তা চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। যার বর্তমান বাজারমূল্য আট লাখ টাকা। পরে জব্দকৃত জাল উপজেলা পরিষদ চত্বরে প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়।

এ সময় অবৈধ চায়না দুয়ারি জাল মজুতের অপরাধে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুজিত কুমার মুন্সি ও ফরিদপুর থানার পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে ফরিদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছানোয়র মোর্শেদ আজকের পত্রিকাকে জানান, ‘উপজেলা সোনাহারা এলাকায় চায়না দুয়ারি জাল তৈরির দুটি কারখানায় অভিযান পরিচালনা করে ২৭ বস্তা অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। যার বর্তমান বাজারমূল্য আট লক্ষাধিক টাকা। পরে জব্দ করা জাল প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়। এ ছাড়া চায়না দুয়ারি জাল মজুত করার অপরাধে সোহেল খান (৪৫) নামে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।’

পাবনায় কারাগারে থাকা আ.লীগ নেতার মৃত্যু

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে

পাবনা-৫: ১৭ মামলার আসামি শিমুল, ইকবালের মাথায় ১

চাটমোহরে স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত নার্সকে ছুরিকাঘাতের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

কথা পরিষ্কার—নিরীহ মানুষকে গ্রেপ্তার করা যাবে না: হাবিব

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে ঈশ্বরদী

পাবনার সাঁথিয়া: উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগার

আবু সাইয়িদের পক্ষে মনোনয়নপত্র বাছাইয়ে গিয়ে গ্রেপ্তার ২ আ.লীগ নেতা

পিটিয়ে হত্যা করা আইনজীবী নাঈম উবারে গাড়ি চালাতেন—জানালেন সহকর্মীরা