পাবনার ভাঙ্গুড়ায় ১২ বস্তা সরকারি চাল অবৈধভাবে মজুত রাখার কারণে এক আওয়ামী লীগ নেতাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকেলে পৌরসভার শরৎনগর বাজারের একটি কাপড়ের দোকানে এ অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত রেজাউল করিম রেজা উপজেলার কৈডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি ভাঙ্গুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী।
পৌরসভার শরৎনগর বাজার এলাকা ও ইউনিয়ন পরিষদের ভবনের সামনে একটি কাপড়ের দোকানে খাদ্যবান্ধব কর্মসূচির চাল মজুত রেখেছেন রেজাউল করিম রেজা। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী।
এ সময় সেখান থেকে হতদরিদ্রের জন্য বরাদ্দকৃত ১২ বস্তা চাল জব্দ করা হয়। পরে সরকারি চাল মজুত রাখার দায়ে আওয়ামী লীগ নেতা রেজাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী জানান, সরকারি চাল মজুতের দায়ে রেজাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ সময় সেখান থেকে ১২ বস্তা চাল জব্দ করা হয়।