হোম > সারা দেশ > পাবনা

ট্রাকচাপায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণশ্রমিক নিহত 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে ট্রাকচাপায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের শ্রমিক নান্টু বিশ্বাস (৩২) নিহত হয়েছেন। আজ বুধবার সকালে ঈশ্বরদী-কুষ্টিয়া সড়কে লালন শাহ সেতুর সংযোগ সড়কের দিয়াড় বাঘইলে এ ঘটনা ঘটে। 

নিহত নান্টু বিশ্বাস উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর বিশ্বাসপাড়া গ্রামের আব্দুল মজিদ বিশ্বাসের ছেলে। তিনি রূপপুর প্রকল্পের সাব ঠিকাদারি প্রতিষ্ঠান রোসেম কোম্পানিতে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৬টার দিকে নান্টু বিশ্বাস তাঁর বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে রূপপুর প্রকল্পে কাজে যাচ্ছিলেন। পথে ঈশ্বরদী-কুষ্টিয়া সড়কের দিয়াড় বাঘইলের কলাবাগানের কাছে পৌঁছালে বিপরীতমুখী দ্রুতগামীর একটি ট্রাক তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান তিনি। দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে পাকশী হাইওয়ে পুলিশ। 

পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার স্যানাল বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে।

পাবনায় এবার বিষপ্রয়োগে ৩ কুকুর হত্যার অভিযোগ

পাবনায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ

পাবনার কারাগারে আওয়ামী লীগ নেতা ও সংগীতশিল্পী প্রলয় চাকির মৃত্যু

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে

পাবনা-৫: ১৭ মামলার আসামি শিমুল, ইকবালের মাথায় ১

চাটমোহরে স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত নার্সকে ছুরিকাঘাতের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

কথা পরিষ্কার—নিরীহ মানুষকে গ্রেপ্তার করা যাবে না: হাবিব

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে ঈশ্বরদী

পাবনার সাঁথিয়া: উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগার