হোম > সারা দেশ > পাবনা

পাবনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত 

পাবনা প্রতিনিধি

জমিজমা বিরোধের জের ধরে পাবনা জেলার চর শিবরামপুর এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোজাহার সরদার (৬৫) নামের একজন নামে একজন মারা গেছেন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 

নিহত মোজাহার সরদার চর শিবরামপুর গ্রামের মৃত বিরাত সরদারের ছেলে। 

এ বিষয়ে স্থানীয়রা বলেন, মোজাহার সরদারের সঙ্গে মোস্তফা হোসেনের জমিজমা নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন রাত ৯টায় বাড়ির পাশের চায়ের দোকানে যাচ্ছিলেন মোজাহার সরদার। সেখানে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোজাহার সরদারকে মৃত ঘোষণা করেন। 

পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) রওশন ইয়াজদানি বলেন, ২০০২ সালের ভূমিহীনদের একটি জমি নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল বিকেলে এ বিষয় নিয়ে তাঁদের বৈঠকে বসার কথা ছিল। কিন্তু একটি পক্ষ না আসায় বৈঠকটি হয়নি। সন্ধ্যার দিকে নিহত মোজাহার সরদার একটি চায়ের দোকানে চা খেতে গেলে মোস্তফা হোসেনের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। এরপর মোজাহার সরদার বাড়িতে চলে যান। পরে রাত নয়টার দিকে মোজাহার সরদার আবারও দোকানে চা খেতে যায়। চা খেয়ে বাড়ি ফেরার পথে তাঁকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। 
 
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আজ সোমবার ময়নাতদন্ত করা হবে। আইনশৃঙ্খলা রক্ষার্থে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

পুলিশ সুপার আরও বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িতদের কাউকে ধরতে পারেনি পুলিশ। তাঁদের ধরতে অভিযান চালান হচ্ছে। 

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রূপপুর প্রকল্পের দুই শ্রমিকের

পাবনা-৩: স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ারুলের

সড়কে ঝরল খালা-ভাগনের প্রাণ

পাবনায় মাহফিলের পাশে দোকান বসানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

চাটমোহরে সমতল জমিতে কমলা চাষে সম্ভাবনা, সফল কৃষক খয়বর

মুক্তিযোদ্ধাদের ‘জয় বাংলা’ স্লোগান, একজনের ছেলেকে মারধর

সংগীতশিল্পী ও আওয়ামী লীগ নেতা প্রলয় চাকী আটক

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন

পাবিপ্রবি ও জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি