হোম > সারা দেশ > পাবনা

ঈদযাত্রায় ট্রেনে সহযাত্রী চিকিৎসকের সহায়তায় সন্তান প্রসব

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

ঈদযাত্রার ট্রেনে জন্ম নিল ফুটফুটে এক নবজাতক। আজ সোমবার পাবনা ঈশ্বরদী স্টেশনে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেসে প্রসূতি স্বর্ণা আক্তার (২০) এক চিকিৎসক সহযাত্রীর সহযোগিতায় এই নবজাতকের জন্ম দেন। 

পরে উভয়ের শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে দুজনেই সুস্থ আছেন। 

ওই প্রসূতির বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুরের হুগরি পান্তাপাড়া গ্রামে। তাঁর স্বামীর নাম ইয়াসিন আরাফাত। 

আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের পরিচালক (গার্ড) ইলিয়াস কবির সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে জানান, কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি খুলনা থেকে ছেড়ে আসে। ট্রেনটি সকাল সোয়া ৯টার দিকে দর্শনা রেলস্টেশনে পৌঁছালে ওই প্রসূতি তাঁর পরিবারসহ দর্শনা রেলস্টেশন থেকে ‘ঙ’ নম্বর বগিতে ওঠেন। তাঁরা ঈদে রাজশাহীতে ফিরছিলেন। ট্রেনটি বেলা ১১টার দিকে ভেড়ামারা রেলস্টেশনে এলে ওই নারীর প্রসব বেদনা ওঠে।

বিষয়টি ট্রেনের আরেকজন পরিচালক (গার্ড) তাপস কুমার তাঁকে অবগত করেন। তাৎক্ষণিক মাইকিং করে ট্রেনে কোনো চিকিৎসক আছে কি না খোঁজ নেওয়া হয়। ঘোষণা শুনে ট্রেন যাত্রী ও বেসরকারি হাসপাতালের শিশু বিশেষজ্ঞ মোসাম্মাত নাজনীন আক্তার দ্রুত ছুটে আসেন। পরে ট্রেনটি ঈশ্বরদী জংশন স্টেশনে পৌঁছালে ওই চিকিৎসকের সহযোগিতায় ট্রেনের ভেতরেই বেলা ১১টা ৪৫ মিনিটে একটি ছেলেসন্তান ভূমিষ্ঠ হয়।

চিকিৎসক মোসাম্মাত নাজনীন আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘আমি রাজশাহী যাচ্ছিলাম। মাইকিং শুনে আমি সেখানে যাই। পরে ওই বগির কামরায় সেখানে কাপড় টাঙিয়ে তিন সিটের একটি চেয়ারে শিশুটি ভূমিষ্ঠ হয়। জন্ম নেওয়া শিশুটি নরমাল ডেলিভারিতে বেশ সুস্থভাবেই জন্ম হয়েছে। তাই কোনো সমস্যা হয়নি। বর্তমানে মা ও শিশু সুস্থ আছেন।’

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন

পাবিপ্রবি ও জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি

নিজামী-গোলাম আযমকে দেশপ্রেমিক বলায় ছাত্রদল-শিবির হট্টগোল

পাবনায় মদ পানে ২ যুবকের মৃত্যু

পাবনায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা শিমুল বিশ্বাসসহ আহত ৪

পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চালু মার্চেই: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

বিশ্ববিদ্যালয়ছাত্র নাফিউল হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরছে, ধরছে না পুলিশ: অভিযোগ বাবা-মায়ের

আটটি কুকুরছানা হত্যা: সেই নিশি রহমানের জামিন মঞ্জুর

মামলা ষড়যন্ত্রমূলক দাবি করে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

বিস্ফোরক মামলায় আওয়ামী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জেলে