পাবনার চাটমোহরে ভুট্টাখেত থেকে জুঁই খাতুন (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের রামপুর গজারগাড়ি বিলে লাশটি পাওয়া যায়।
জুঁই খাতুন পার্শ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের বড় গারফা উত্তরপাড়া গ্রামের মালয়েশিয়াপ্রবাসী জাহিদুল ইসলামের মেয়ে।
এলাকাবাসী ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকেলে নিখোঁজ হয় জুঁই খাতুন। খোঁজাখুঁজি করে তাকে পায়নি স্বজনেরা। আজ তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা চাটমোহর থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরজুমা আক্তার আজকের পত্রিকাকে জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন। তার শরীরে অ্যাসিডজাতীয় পদার্থ নিক্ষেপের চিহ্ন পাওয়া গেছে।