হোম > সারা দেশ > পাবনা

নিখোঁজের ২০ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধি

পাবনার সুজানগরে নিখোঁজের ২০ ঘণ্টা পর নাফিয়া আক্তার নামে ৬ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের স্বজনদের অভিযোগ, শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সুজানগর উপজেলার আমিনপুর বিশ্বাসপাড়া গ্রামের নাজমুল বিশ্বাসের মেয়ে নাফিয়া চারদিন আগে সারিরভিটা পশ্চিমপাড়া গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে যায়। গতকাল রোববার দুপুর ১২টা থেকে নাফিয়ার কোনো খোঁজ পাচ্ছিলেন না স্বজনেরা। 

আজ সোমবার সকালে নানার বাড়ির বাথরুম সংলগ্ন টিউবওয়েলের পাশে নাফিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় তারা। পরে আমিনপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নাফিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। 

নিহতের বাবা নাজমুল বিশ্বাসের অভিযোগ, তাকে হত্যার পর ওই স্থানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। কিন্তু কি কারণে শিশুটিকে হত্যা করেছে তা বলতে পারছেন না তিনি। 

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনর রশিদ বলেন, ‘নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তদন্ত চলছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় নিহতের বাবা নাজমুল বিশ্বাস বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।’

পাবিপ্রবি ও জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি

নিজামী-গোলাম আযমকে দেশপ্রেমিক বলায় ছাত্রদল-শিবির হট্টগোল

পাবনায় মদ পানে ২ যুবকের মৃত্যু

পাবনায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা শিমুল বিশ্বাসসহ আহত ৪

পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চালু মার্চেই: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

বিশ্ববিদ্যালয়ছাত্র নাফিউল হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরছে, ধরছে না পুলিশ: অভিযোগ বাবা-মায়ের

আটটি কুকুরছানা হত্যা: সেই নিশি রহমানের জামিন মঞ্জুর

মামলা ষড়যন্ত্রমূলক দাবি করে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

বিস্ফোরক মামলায় আওয়ামী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জেলে

শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষায় বাধা, ইট দিয়ে শিক্ষকের মাথা ফাটালেন যুবদল নেতা