হোম > সারা দেশ > পাবনা

নিখোঁজের ২০ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধি

পাবনার সুজানগরে নিখোঁজের ২০ ঘণ্টা পর নাফিয়া আক্তার নামে ৬ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের স্বজনদের অভিযোগ, শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সুজানগর উপজেলার আমিনপুর বিশ্বাসপাড়া গ্রামের নাজমুল বিশ্বাসের মেয়ে নাফিয়া চারদিন আগে সারিরভিটা পশ্চিমপাড়া গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে যায়। গতকাল রোববার দুপুর ১২টা থেকে নাফিয়ার কোনো খোঁজ পাচ্ছিলেন না স্বজনেরা। 

আজ সোমবার সকালে নানার বাড়ির বাথরুম সংলগ্ন টিউবওয়েলের পাশে নাফিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় তারা। পরে আমিনপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নাফিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। 

নিহতের বাবা নাজমুল বিশ্বাসের অভিযোগ, তাকে হত্যার পর ওই স্থানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। কিন্তু কি কারণে শিশুটিকে হত্যা করেছে তা বলতে পারছেন না তিনি। 

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনর রশিদ বলেন, ‘নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তদন্ত চলছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় নিহতের বাবা নাজমুল বিশ্বাস বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।’

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে

পাবনা-৫: ১৭ মামলার আসামি শিমুল, ইকবালের মাথায় ১

চাটমোহরে স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত নার্সকে ছুরিকাঘাতের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

কথা পরিষ্কার—নিরীহ মানুষকে গ্রেপ্তার করা যাবে না: হাবিব

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে ঈশ্বরদী

পাবনার সাঁথিয়া: উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগার

আবু সাইয়িদের পক্ষে মনোনয়নপত্র বাছাইয়ে গিয়ে গ্রেপ্তার ২ আ.লীগ নেতা

পিটিয়ে হত্যা করা আইনজীবী নাঈম উবারে গাড়ি চালাতেন—জানালেন সহকর্মীরা

দখল-দূষণে বিলীন আত্রাই: নদ ভরাট করে ক্লিনিক মার্কেট ভবন