হোম > সারা দেশ > পাবনা

ঈশ্বরদীতে পুকুরে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে শহরের সাঁড়া গোপালপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিন শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শিশুরা হচ্ছে সাঁড়া গোপালপুর এলাকার বাচ্চু মন্ডলের ছেলে ও স্থানীয় বাঘইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র জাহিদ (৯), পাঞ্জু মালোর ছেলে হৃদয় মালো (১০) এবং মাঝদিয়া গ্রামের আকিজলের মেয়ে ও মাঝদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী আনিকা (১১)।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, তিন শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে জাহিদ, হৃদয় ও আনিকা পরিবারের অগোচরে বাড়ির পাশের জনৈক তহুরুল ইসলাম মানিকের পুকুরে গোসল করতে যায়। তারা কেউ সাঁতার জানত না। গোসল করতে নেমে পুকুরে পানিতে ডুবে নিখোঁজ হয়। বিষয়টি পরিবারের কেউ জানত না। পরে হুজাইফা নামে আরেক শিশু পুকুর পাড়ে তিনজনের জামাকাপড় পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দেয়। খবর পেয়ে পরিবারের সদস্য ও এলাকার লোকজন এসে বেলা আড়াইটার দিকে তিন শিশুকে অবচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে তাঁদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সবাইকে মৃত ঘোষণা করেন।

তিন শিশুর মধ্যে গতকাল শুক্রবার আনিকা সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া গ্রাম থেকে সাঁড়া গোপালপুর এলাকায় তাঁর মামার বাড়িতে বেড়াতে এসেছিল।

নিখোঁজের ৫ দিন পর পাবনার বিলে হাত-পা ও মুখ বাঁধা কিশোরীর লাশ

পাবনায় অস্ত্র-গুলিসহ ‘কিলার জাহিদ’ গ্রেপ্তার

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: জাতীয় পুরস্কারপ্রাপ্ত হাসপাতালের দুরবস্থা

পাবনা বিএডিসি: এডির স্বেচ্ছাচারিতায় অচলাবস্থা

চাটমোহরে শিয়ালের মাংস বাজারে বিক্রির অভিযোগ

পাবনায় এবার বিষপ্রয়োগে ৩ কুকুর হত্যার অভিযোগ

পাবনায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ

পাবনার কারাগারে আওয়ামী লীগ নেতা ও সংগীতশিল্পী প্রলয় চাকির মৃত্যু

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে