হোম > সারা দেশ > পাবনা

পাবনায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

পাবনা প্রতিনিধি

পাবনা সদর উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

গতকাল শুক্রবার রাতে উপজেলার টেবুনিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপাসিন্দু বালা।

নিহত রেদোয়ানুল ইসলাম রুপম (২৩) পাবনা পৌর এলাকার গোপালপুরের শাহপাড়ার মৃত আব্দুল বাতেনের ছেলে। তিনি ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ শেষ বর্ষের শিক্ষার্থী।

আহত অমিত হোসেন (১৫) পাবনা পৌর এলাকার মানিক হোসেনের ছেলে। সে স্থানীয় কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ১০ শ্রেণির শিক্ষার্থী।

ওসি কৃপাসিন্দু বালা বলেন, কয়েক দিন আগে বিশ্ববিদ্যালয় থেকে বাড়িতে বেড়াতে আসেন রুপম। গতকাল শুক্রবার সকালে কয়েকজন বন্ধু মিলে মোটরসাইকেলে করে ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটি রুশ পল্লিতে বেড়াতে যান। ফেরার পথে টেবুনিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান ধাক্কা দিলে তাঁরা রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হন।   

স্থানীয়রা তাঁদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুপমকে মৃত ঘোষণা করেন। আহত অমিতের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

ঈশ্বরদীর পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিষ কুমার স্যান্যাল বলেন, ‘রাতেই মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর চালক পালিয়ে গেছেন। তবে পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নিখোঁজের ৫ দিন পর পাবনার বিলে হাত-পা ও মুখ বাঁধা কিশোরীর লাশ

পাবনায় অস্ত্র-গুলিসহ ‘কিলার জাহিদ’ গ্রেপ্তার

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: জাতীয় পুরস্কারপ্রাপ্ত হাসপাতালের দুরবস্থা

পাবনা বিএডিসি: এডির স্বেচ্ছাচারিতায় অচলাবস্থা

চাটমোহরে শিয়ালের মাংস বাজারে বিক্রির অভিযোগ

পাবনায় এবার বিষপ্রয়োগে ৩ কুকুর হত্যার অভিযোগ

পাবনায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ

পাবনার কারাগারে আওয়ামী লীগ নেতা ও সংগীতশিল্পী প্রলয় চাকির মৃত্যু

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে