পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিনের বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাতে কয়েকজন ব্যক্তি মুখোশ পরে তাঁর একটি টিনের ঘরে ভাঙচুর ও ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।
যুবলীগ নেতা আলাউদ্দিনের বাড়ি নন্দনপুর ইউনিয়নের সিদ্দিনগর গ্রামে।
আলাউদ্দিন জানান, গতকাল রাত ১২টা ৪০ মিনিটের দিকে একদল মুখোশধারী তাঁর একটি টিনের ঘরে ভাঙচুর ও গেটে ধাক্কা দিয়ে গালিগালাজ করে। এ সময় স্থানীয়দের আসতে দেখে ককটেল ফাটিয়ে দুর্বৃত্তরা চলে যায়।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘গতকাল রাতেই থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’