হোম > সারা দেশ > পাবনা

সড়ক দুর্ঘটনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের শ্রমিক নিহত

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেলের পেছনে ট্রাকের ধাক্কায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের শ্রমিক রুবেল হোসেন (৩২) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে দাশুড়িয়া-পাকশী মহাসড়কের নওদাপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত রুবেল হোসেন পাবনার আটঘরিয়া শহরের উত্তরচক মহল্লার আবুল কাসেমের ছেলে। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের একটি বিদেশি সাব-ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক ছিলেন।

পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার স্যানাল বলেন, আজ সকাল সাড়ে ৬টার দিকে রুবেল মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি থেকে রূপপুর প্রকল্পের কাজে পাকশী যাচ্ছিলেন। পথিমধ্যে নওদাপাড়া মসজিদের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কুষ্টিয়ামুখী পণ্যবোঝাই ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন রুবেল। স্থানীরা তাঁকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সোয়া ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ওসি আরও বলেন, ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ। তবে, চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পাবনায় কারাগারে থাকা আ.লীগ নেতার মৃত্যু

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে

পাবনা-৫: ১৭ মামলার আসামি শিমুল, ইকবালের মাথায় ১

চাটমোহরে স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত নার্সকে ছুরিকাঘাতের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

কথা পরিষ্কার—নিরীহ মানুষকে গ্রেপ্তার করা যাবে না: হাবিব

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে ঈশ্বরদী

পাবনার সাঁথিয়া: উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগার

আবু সাইয়িদের পক্ষে মনোনয়নপত্র বাছাইয়ে গিয়ে গ্রেপ্তার ২ আ.লীগ নেতা

পিটিয়ে হত্যা করা আইনজীবী নাঈম উবারে গাড়ি চালাতেন—জানালেন সহকর্মীরা