হোম > সারা দেশ > পাবনা

৫ লাখ দক্ষ চালক তৈরিতে কাজ করছে সরকার: শাজাহান খান

পাবনা প্রতিনিধি

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ৫ লাখ দক্ষ চালক তৈরি করতে প্রকল্প হাতে নিয়েছে সরকার। এরই মধ্যে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে। পাশাপাশি ঘুষ ছাড়া বিনা পয়সায় লাইসেন্স দেওয়ারও পরিকল্পনা নিয়েছে সরকার। হাইওয়ে পুলিশ, পুলিশ, বিআরটিএকে দক্ষ ও জনবল বাড়ানোর পাশাপাশি শ্রমিকদের প্রশিক্ষণ ও সচেতন করতে নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করতে হবে।

আজ শুক্রবার দুপুরে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শাজাহান খান বলেন, মহাসড়কে গাড়িচালকদের বিশ্রামের জন্য দেশে সবচেয়ে বড় চারটি হাইওয়ে টার্মিনালের কাজ চলছে। রাস্তা পরিষ্কার রাখা এবং ফুটপাত দখলমুক্ত করে চলাচলের উপযোগী রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো ধরনের অশ্রমিক এই ইউনিয়নের সদস্য থাকতে পারবেন না। একই সঙ্গে কোনো ধরনের চাঁদাবাজি করা যাবে না। সড়ক দুর্ঘটনা রোধে চালকদের পাশাপাশি যাত্রী ও সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।

শাজাহান খান বলেন, পরিবহন সেক্টর হচ্ছে বাংলাদেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর। এই সেক্টরকে খাটো করে দেখা চলবে না। খালেদা জিয়া পরিবহন সেক্টরকে জ্বালাও-পোড়াও করেছিলেন। পরিবহন শ্রমিকেরা আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করেছেন। একটি গণতান্ত্রিক নিয়মের মাধ্যমে শ্রমিক ফেডারেশনের নির্বাচন হবে। 

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সরদার মিঠু আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহাতাব চৌধুরী, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক কামিল হোসেন প্রমুখ। 

পরে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি রফিকুল ইসলামকে আহ্বায়ক করে ৯ সদস্যবিশিষ্ট পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন শাজাহান খান। তিনি জানান, তারা আগামী তিন মাসের মধ্যে সবাইকে নিয়ে সুন্দর পরিবেশের মধ্য দিয়ে পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনের আয়োজন করবেন। 

দখল-দূষণে বিলীন আত্রাই: নদ ভরাট করে ক্লিনিক মার্কেট ভবন

শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচিতে পুলিশের বাধা, পাল্টাপাল্টি ধাওয়ায় আহত ৩২

ঈশ্বরদীতে ৮ দফা দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, সড়ক অবরোধ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রূপপুর প্রকল্পের দুই শ্রমিকের

পাবনা-৩: স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ারুলের

সড়কে ঝরল খালা-ভাগনের প্রাণ

পাবনায় মাহফিলের পাশে দোকান বসানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

চাটমোহরে সমতল জমিতে কমলা চাষে সম্ভাবনা, সফল কৃষক খয়বর

মুক্তিযোদ্ধাদের ‘জয় বাংলা’ স্লোগান, একজনের ছেলেকে মারধর