হোম > সারা দেশ > পাবনা

স্বস্তির মাঝেও শঙ্কিত ভাঙ্গুড়ার গার্মেন্টস ব্যবসায়ীরা

প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা) 

মহামারি করোনায় দেশে মৃত্যুর মিছিল থামছেই না। তারপরও অর্থনীতি সচল রাখতে তুলে নেওয়া হয়েছে লকডাউন। তাই পাবনার ভাঙ্গুড়ার গার্মেন্টস ব্যবসায়ীরা বর্তমানে স্বস্তি পেলেও, শঙ্কাও কাজ করছে তাঁদের মধ্যে। 

কয়েকজন গার্মেন্টস ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, দফায় দফায় লকডাউনে দোকান বন্ধ রাখায় তাঁরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন। বিশেষ করে বছরের দুই ঈদ ও পূজাকে কেন্দ্র করে ভালো বেচাবিক্রি হতো গার্মেন্টসের দোকানগুলোতে। কিন্তু লকডাউনে কারণে এ সময়ে তাঁরা ভালো ব্যবসা করতে পারেনি। অনেক ব্যবসায়ী মূলধন ভেঙে লকডাউনের মধ্যে সংসার চালাতে বাধ্য হয়েছেন। অনেকে দেনার দায়ে জর্জরিত। সবকিছু মিলিয়ে এখানকার ব্যবসায়ীরা আছেন চরম দুর্দিনে। 

শরৎনগর বাজারের সরকার বস্ত্রালয়ের মালিক মুকুল সরকার বলেন, লকডাউনে কাপড় ব্যবসায়ীরা ভালো নেই। অনেকেই দেনার দায়ে জর্জরিত। সামনের দিনগুলোতে ঠিকমতো দোকান খোলা রাখা গেলে ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব হবে। 

পৌর শহরের এক্সপোর্ট গ্যালারির মালিক ব্যবসায়ী সোহেল রানা জানান, লকডাউনের কারণে ব্যবসার পরিস্থিতি ভালো না। তবে লকডাউন তুলে নেওয়াতে দোকান খুলতে পেড়ে খুশি তিনি। 

ভাঙ্গুড়া বাজারের বায়েজিদ গার্মেন্টসের মালিক আমিরুল ইসলাম বলেন, লকডাউন তুলে নেওয়ায় স্বস্তি পাচ্ছি। করোনার যে পরিস্থিতি তাতে কখন আবার লকডাউনের কবলে পড়তে হয় এ নিয়ে শঙ্কার মধ্যেও রয়েছি। 

সড়কে ঝরল খালা-ভাগনের প্রাণ

পাবনায় মাহফিলের পাশে দোকান বসানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

চাটমোহরে সমতল জমিতে কমলা চাষে সম্ভাবনা, সফল কৃষক খয়বর

মুক্তিযোদ্ধাদের ‘জয় বাংলা’ স্লোগান, একজনের ছেলেকে মারধর

সংগীতশিল্পী ও আওয়ামী লীগ নেতা প্রলয় চাকী আটক

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন

পাবিপ্রবি ও জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি

নিজামী-গোলাম আযমকে দেশপ্রেমিক বলায় ছাত্রদল-শিবির হট্টগোল

পাবনায় মদ পানে ২ যুবকের মৃত্যু