হোম > সারা দেশ > পাবনা

রক্তাক্ত ছেলেকে দেখে বাবার মৃত্যু

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

দুই ভাইয়ের মারামারিতে আহত রক্তাক্ত ছেলেকে দেখে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেন বাবা। ছেলে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। 

আজ মঙ্গলবার দুপুরে পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের সিদ্ধিনগর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, মোক্তার মণ্ডলের (৭৫) ছেলে শাহাদত মণ্ডল (৩২) ও জলিল মণ্ডলের ছেলে নুরুল ইসলাম আপন চাচাতো ভাই। তাঁরা একসঙ্গে পুকুর কেনা এবং মাছের ব্যবসা করে আসছেন। ব্যবসায়িক লেনদেন নিয়ে দুপুরে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হলে নুরুল ইসলাম বটি ও দা দিয়ে শাহাদত মণ্ডলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। খবর পেয়ে আহতের বাবা মোক্তার হোসেন ঘটনাস্থলে গিয়ে ছেলের রক্তাক্ত শরীর দেখে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে স্থানীয় পল্লি চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। 

আহত শাহাদতকে স্থানীয়রা উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক পাবনা জেনারেল হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। 

স্বজনেরা জানান, মোক্তার হোসেন দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। 

চাটমোহর থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘ঘটনার পরপরই জড়িতরা পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মৃতের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’ 

সংঘর্ষের ঘটনায় শাহাদতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন ওসি। 

নিখোঁজের ৫ দিন পর পাবনার বিলে হাত-পা ও মুখ বাঁধা কিশোরীর লাশ

পাবনায় অস্ত্র-গুলিসহ ‘কিলার জাহিদ’ গ্রেপ্তার

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: জাতীয় পুরস্কারপ্রাপ্ত হাসপাতালের দুরবস্থা

পাবনা বিএডিসি: এডির স্বেচ্ছাচারিতায় অচলাবস্থা

চাটমোহরে শিয়ালের মাংস বাজারে বিক্রির অভিযোগ

পাবনায় এবার বিষপ্রয়োগে ৩ কুকুর হত্যার অভিযোগ

পাবনায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ

পাবনার কারাগারে আওয়ামী লীগ নেতা ও সংগীতশিল্পী প্রলয় চাকির মৃত্যু

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে