হোম > সারা দেশ > পাবনা

পৌর নির্বাচনে ভাতিজার কাছে হারলেন চাচা

বেড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার বেড়া পৌরসভার নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করা অ্যাডভোকেট আশিফ শামস রঞ্জন ২১ হাজার ৮৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ও চাচা আব্দুল বাতেন পেয়েছেন ৩ হাজার ৬৬০ ভোট। 

অপর তিন প্রার্থী মাসুদ ৩ হাজার ৪৭৯, কেএম আব্দুল্লাহ ৮১৭ এবং সাদিয়া আলম ২২৫ ভোট পেয়েছেন। নির্বাচনে শতকরা ৭০ ভাগ ভোটার ভোট দিয়েছেন। 
 
আজ রোববার কঠোর নিরাপত্তার মধ্যে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ হয়। তবে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হওয়ায় ভোটাররা চরম ভোগান্তিতে পড়েন। কেন্দ্রে কেন্দ্রে বিপুলসংখ্যক মহিলা ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখ করার মতো। নির্ধারিত সময়ের পরেও সন্ধ্যা পর্যন্ত কেন্দ্রে উপস্থিত ভোটারদের ভোট নেওয়া হয়। 

তবে স্বতন্ত্র প্রার্থীদের অভিযোগ, ইভিএমের মাধ্যমে ভোট প্রদানে সহায়তার নামে ভোটারদের প্রকাশ্যে নৌকা প্রতীকে ভোট দানে বাধ্য করেছেন নির্বাচন কর্মকর্তারা। এ ছাড়া ভোটকেন্দ্র থেকে স্বতন্ত্র প্রার্থীদের পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগও করেছেন তাঁরা। 
 
এ সকল অভিযোগ অস্বীকার করে বিজয়ী প্রার্থী রঞ্জন বলেন, ‘তাঁরা শেষ পর্যন্ত নির্বাচনের লড়াইয়ে থেকেছেন। পরাজিত হয়ে তাঁদের এমন দাবি হাস্যকর। জনগণ তাদের আহ্বানে সাড়া দেননি। তাঁরা শান্তির জন্য নৌকা প্রতীককে বেছে নিয়েছেন।’ 

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সবুর আলী বলেন, ‘নির্বাচনে অনিয়মের কোন লিখিত অভিযোগ কোন প্রার্থীর নিকট থেকে পায়নি। যেটুকু মৌখিক অভিযোগ প্রার্থীরা করেছেন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।’

দখল-দূষণে বিলীন আত্রাই: নদ ভরাট করে ক্লিনিক মার্কেট ভবন

শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচিতে পুলিশের বাধা, পাল্টাপাল্টি ধাওয়ায় আহত ৩২

ঈশ্বরদীতে ৮ দফা দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, সড়ক অবরোধ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রূপপুর প্রকল্পের দুই শ্রমিকের

পাবনা-৩: স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ারুলের

সড়কে ঝরল খালা-ভাগনের প্রাণ

পাবনায় মাহফিলের পাশে দোকান বসানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

চাটমোহরে সমতল জমিতে কমলা চাষে সম্ভাবনা, সফল কৃষক খয়বর

মুক্তিযোদ্ধাদের ‘জয় বাংলা’ স্লোগান, একজনের ছেলেকে মারধর