হোম > সারা দেশ > পাবনা

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়কে প্রতীকী ক্লাস শিক্ষার্থীদের

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

আজ সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩-এর সামনে মহাসড়কে প্রতীকী ক্লাস করে শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপি দ্রুত অনুমোদনের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়কে প্রতীকী ক্লাসে অংশ নিয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩-এর সামনে মহাসড়কের ওপরে এই প্রতীকী ক্লাস শুরু হয়। এক ঘণ্টার এই কর্মসূচিতে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মহাসড়কে বসে পাঠ গ্রহণ করেন। এতে মহাসড়কের দুই প্রান্তে যান চলাচলে ধীর গতি লক্ষ করা যায়।

আন্দোলনকারীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ক্লাস কার্যক্রম চলবে এবং এরপর সড়ক ছেড়ে দেওয়া হবে।

আজ সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩-এর সামনে মহাসড়কে প্রতীকী ক্লাস করে শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

এর আগে গতকাল (২৭ জুলাই) রোববার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত একই দাবিতে সিরাজগঞ্জ বিসিক শিল্পনগরী সংলগ্ন এলাকায় মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে সোমবারের প্রতীকী ক্লাসের ঘোষণা দিয়ে তাঁরা সেখান থেকে সরে আসেন।

এরও আগে শনিবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয় দিবস বর্জন করে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। একই দাবিতে চলমান কর্মসূচির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাংলা, অর্থনীতি ও ব্যবস্থাপনা বিভাগের নির্ধারিত নিয়োগ পরীক্ষা স্থগিত করে।

শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচিতে পুলিশের বাধা, পাল্টাপাল্টি ধাওয়ায় আহত ৩২

ঈশ্বরদীতে ৮ দফা দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, সড়ক অবরোধ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রূপপুর প্রকল্পের দুই শ্রমিকের

পাবনা-৩: স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ারুলের

সড়কে ঝরল খালা-ভাগনের প্রাণ

পাবনায় মাহফিলের পাশে দোকান বসানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

চাটমোহরে সমতল জমিতে কমলা চাষে সম্ভাবনা, সফল কৃষক খয়বর

মুক্তিযোদ্ধাদের ‘জয় বাংলা’ স্লোগান, একজনের ছেলেকে মারধর

সংগীতশিল্পী ও আওয়ামী লীগ নেতা প্রলয় চাকী আটক