হোম > সারা দেশ > পাবনা

চাটমোহরে প্রবাসীর স্ত্রী-সন্তানের মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

পাবনার চাটমোহরের দীঘুলিয়া গ্রামে মালয়েশিয়াপ্রবাসীর স্ত্রী লাবনী খাতুন ও ৮ বছরের শিশুসন্তান রিয়াদের মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে নিহত লাবনী খাতুনের ভাই শাহাদত হোসেন বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে এই মামলা দায়ের করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত লাবনীর ভাতিজা শাহীন ও প্রতিবেশী মতিনকে আটক করেছে পুলিশ। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেন। 

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে তাঁদের হত্যা করা হয়েছে। রহস্য উদ্ঘাটনে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। নিহত মা ও ছেলের মৃতদেহ ময়নাতদন্ত শেষে শুক্রবার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে জানাজা শেষে তাঁদের দাফন করা হয়। লাবনীর ভাতিজা শাহীন ও প্রতিবেশী মতিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে দীঘুলিয়া গ্রামের বাড়ি থেকে লাবনী খাতুনের মরদেহ ও বাড়ির পাশের পুকুরপাড়ে গাছে ঝুলন্ত অবস্থায় শিশু রিয়াদ হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে

পাবনা-৫: ১৭ মামলার আসামি শিমুল, ইকবালের মাথায় ১

চাটমোহরে স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত নার্সকে ছুরিকাঘাতের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

কথা পরিষ্কার—নিরীহ মানুষকে গ্রেপ্তার করা যাবে না: হাবিব

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে ঈশ্বরদী

পাবনার সাঁথিয়া: উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগার

আবু সাইয়িদের পক্ষে মনোনয়নপত্র বাছাইয়ে গিয়ে গ্রেপ্তার ২ আ.লীগ নেতা

পিটিয়ে হত্যা করা আইনজীবী নাঈম উবারে গাড়ি চালাতেন—জানালেন সহকর্মীরা

দখল-দূষণে বিলীন আত্রাই: নদ ভরাট করে ক্লিনিক মার্কেট ভবন