হোম > সারা দেশ > পাবনা

চাটমোহরে প্রবাসীর স্ত্রী-সন্তানের মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

পাবনার চাটমোহরের দীঘুলিয়া গ্রামে মালয়েশিয়াপ্রবাসীর স্ত্রী লাবনী খাতুন ও ৮ বছরের শিশুসন্তান রিয়াদের মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে নিহত লাবনী খাতুনের ভাই শাহাদত হোসেন বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে এই মামলা দায়ের করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত লাবনীর ভাতিজা শাহীন ও প্রতিবেশী মতিনকে আটক করেছে পুলিশ। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেন। 

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে তাঁদের হত্যা করা হয়েছে। রহস্য উদ্ঘাটনে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। নিহত মা ও ছেলের মৃতদেহ ময়নাতদন্ত শেষে শুক্রবার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে জানাজা শেষে তাঁদের দাফন করা হয়। লাবনীর ভাতিজা শাহীন ও প্রতিবেশী মতিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে দীঘুলিয়া গ্রামের বাড়ি থেকে লাবনী খাতুনের মরদেহ ও বাড়ির পাশের পুকুরপাড়ে গাছে ঝুলন্ত অবস্থায় শিশু রিয়াদ হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

দখল-দূষণে বিলীন আত্রাই: নদ ভরাট করে ক্লিনিক মার্কেট ভবন

শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচিতে পুলিশের বাধা, পাল্টাপাল্টি ধাওয়ায় আহত ৩২

ঈশ্বরদীতে ৮ দফা দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, সড়ক অবরোধ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রূপপুর প্রকল্পের দুই শ্রমিকের

পাবনা-৩: স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ারুলের

সড়কে ঝরল খালা-ভাগনের প্রাণ

পাবনায় মাহফিলের পাশে দোকান বসানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

চাটমোহরে সমতল জমিতে কমলা চাষে সম্ভাবনা, সফল কৃষক খয়বর

মুক্তিযোদ্ধাদের ‘জয় বাংলা’ স্লোগান, একজনের ছেলেকে মারধর