হোম > সারা দেশ > পাবনা

রাষ্ট্রপতি হিসেবে সাহাবুদ্দিনের শপথ, পাবনায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল

পাবনা প্রতিনিধি

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন শপথ গ্রহণ করার পর তাঁর নিজ জেলা পাবনায় দোয়া, মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল হয়েছে।

আজ সোমবার দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বড় পর্দায় রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান দেখানো হয়। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার পরই জেলা আওয়ামী লীগের কার্যালয়ে রাষ্ট্রপতির দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠান ও মিষ্টি বিতরণ করা হয়। পরে একটি আনন্দ মিছিল বের করেন আওয়ামী লীগের নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মামুন, জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজসহ অনেকে।

নতুন রাষ্ট্রপতির কাছে পাবনাবাসীর প্রত্যাশা তাঁর নিজ জেলা পাবনার আর্থসামাজিক উন্নয়নেও তিনি ভূমিকা রাখবেন।

নাট্যব্যক্তিত্ব আব্দুল হান্নান শেলী বলেন, ‘নতুন রাষ্ট্রপতি পাবনার কৃতী সন্তান হলেও এখন তিনি সারা দেশের। তারপরও তাঁর কাছে পাবনাবাসীর অনেক প্রত্যাশা। পাবনার নতুন রেললাইনকে ঢাকার সঙ্গে সংযুক্ত করে দুটি ট্রেন চালুর দাবি জানাই।’

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স বলেন, ‘রাষ্ট্রপতিকে ঘিরে নতুন একটা আশার সঞ্চার হয়েছে। আশা করি, তাঁর মাধ্যমে আমরা পাবনার উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যেতে পারব।’

নিখোঁজের ৫ দিন পর পাবনার বিলে হাত-পা ও মুখ বাঁধা কিশোরীর লাশ

পাবনায় অস্ত্র-গুলিসহ ‘কিলার জাহিদ’ গ্রেপ্তার

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: জাতীয় পুরস্কারপ্রাপ্ত হাসপাতালের দুরবস্থা

পাবনা বিএডিসি: এডির স্বেচ্ছাচারিতায় অচলাবস্থা

চাটমোহরে শিয়ালের মাংস বাজারে বিক্রির অভিযোগ

পাবনায় এবার বিষপ্রয়োগে ৩ কুকুর হত্যার অভিযোগ

পাবনায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ

পাবনার কারাগারে আওয়ামী লীগ নেতা ও সংগীতশিল্পী প্রলয় চাকির মৃত্যু

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে