হোম > সারা দেশ > পাবনা

সন্দেহজনক চলাচল, নারীর কাছে মিলল সোনার ২০০ আংটি

পাবনা প্রতিনিধি

২০০টি সোনার আংটিসহ চোরাকারবারি সন্দেহে পাবনার বেড়ায় এক নারীকে আটক করেছে কাজিরহাট নৌ পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার আমিনপুর থানাধীন কাজিরহাট লঞ্চঘাট থেকে তাঁকে আটক করা হয়। আটক নারীর নাম করুনা খাতুন (২৫)। তিনি মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার গোবিন্দল গ্রামের ইসাহাক আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, কাজিরহাট লঞ্চঘাট থেকে আরিচা যাওয়ার সময় ওই নারীর চলাচল ঘাট কর্তৃপক্ষের সন্দেহভাজন মনে হয়। তিনি নিয়মিত কাজিরহাট লঞ্চঘাট দিয়ে পারাপার হতেন। আচরণে বিশেষ অসংগতি লক্ষ করা গেলে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য বসিয়ে রাখেন স্থানীয় বাসিন্দারা।

পরে কাজিরহাট নৌ পুলিশ এসে লঞ্চঘাট পল্টনে জনসম্মুখে তাঁর ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র তল্লাশি করে ২০০টি সোনার আংটি উদ্ধার করে। উদ্ধার সোনা বিশেষভাবে তুলায় মোড়ানো অবস্থায় ছিল, যাতে সহজে চোখে না পড়ে। পুলিশের ধারণা, এটি একটি বড় চোরাচালান চক্রের অংশ হতে পারে। কারণ, আটক নারী সোনার কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

জানতে চাইলে কাজিরহাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরবিন্দ সরকার বলেন, ‘সন্দেহ করা নারীকে আটকের পর ঘটনাস্থলের ঘাটের হোটেলের এক মহিলাকে দিয়ে তাকে তল্লাশি করানো হয়। এ সময় তার কাছে থাকা একটি লাল ব্যাগ থেকে বিশেষভাবে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২০০টি সোনার আংটি পাওয়া যায়। আমরা ঘটনাস্থলেই একজন স্বর্ণকারকে ডেকে এনে জনসম্মুখে সোনা পরীক্ষা ও ওজন দিই। এতে আংটিগুলোর ওজন ৪৮ ভরি ১৪ আনা। যার বর্তমান আনুমানিক বাজারমূল্য ৫৬ লাখ ৮০ হাজার টাকা। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে কোনো কাগজপত্র দেখাতে পারেনি।’

অভিযুক্ত নারী ও জব্দ করা সোনার আংটি। ছবি: সংগৃহীত

অরবিন্দ সরকার জানান, অভিযুক্ত নারীকে আমিনপুর থানায় সোপর্দ করা হয়। তাঁর বিরুদ্ধে মামলা করে আদালতে সোপর্দ করা হবে। ঘটনার বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচিতে পুলিশের বাধা, পাল্টাপাল্টি ধাওয়ায় আহত ৩২

ঈশ্বরদীতে ৮ দফা দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, সড়ক অবরোধ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রূপপুর প্রকল্পের দুই শ্রমিকের

পাবনা-৩: স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ারুলের

সড়কে ঝরল খালা-ভাগনের প্রাণ

পাবনায় মাহফিলের পাশে দোকান বসানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

চাটমোহরে সমতল জমিতে কমলা চাষে সম্ভাবনা, সফল কৃষক খয়বর

মুক্তিযোদ্ধাদের ‘জয় বাংলা’ স্লোগান, একজনের ছেলেকে মারধর

সংগীতশিল্পী ও আওয়ামী লীগ নেতা প্রলয় চাকী আটক