হোম > সারা দেশ > পাবনা

মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে আহত ২০, আটক ৫

পাবনা ও চাটমোহর প্রতিনিধি

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বেজপাটিয়াতা জামে মসজিদের কমিটি নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ১৮ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

গতকাল শুক্রবার দুপুরে জুমার নামাজের পর বেজপাটিয়াতা জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন বেজপাটিয়াতা গ্রামের মোকসেদ আলী সরদার (৭০), তারিকুল ইসলাম (৪৫), আব্দুল মমিন সরদার (৩৮), রাশিদুল মৃধা (৩৮), রাসেল আহমেদ (২৫), মাহবুব মোল্লা (৩৮), মনিরুজ্জামান (৪৫), মজনুর রহমান (৪৪), মাসুদ রানা (৩৭), জাহাঙ্গীর আলম খান (৩৬), সাজেদুল ইসলাম মোল্লা (৩৬), শরীফ খান (২২), আজাদুল ইসলাম (৩৫), আরিফ হোসেন খান (২৫), রাশেদুল খান (৫০), জাকির খান (৩৮), আব্দুর রাজ্জাক খান (৫৫) ও মিঠু সরদার (৪৩)। 

এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- বেজপাটিয়াতা গ্রামের কুসাই সরদারের ছেলে মজনু সরদার (৩৮), আব্দুল মান্নানের ছেলে মাসুদ রানা (২৫), জুরান প্রামানিকের ছেলে জিয়ার উদ্দিন (৭০), আবেদ আলীর ছেলে রওশন আলী মোল্লা (৪৬) ও নজিমুদ্দিনের ছেলে সাইদুল ইসলাম (৪০)। 

এলাকাবাসী জানায়, বেজপাটিয়াতা জামে মসজিদের কমিটি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছে। মসজিদের নামে মৎস্য দপ্তরের ২০ বিঘা পুকুর জবর দখল করে রাখা হয়। যা পূর্বে নিমগাছি প্রকল্পের আওতায় ছিল। কমিটি নিয়ে মোকদ্দমাও চলমান। সম্প্রতি সর্বসম্মতিক্রমে মোকছেদ আলী সরদারকে সভাপতি করে কমিটি গঠন করা হয়। 

কিন্তু একপক্ষ এ কমিটি না মেনে আরেক পক্ষ জিয়ার উদ্দিনকে সভাপতি হিসেবে নাম ঘোষণা করে মসজিদ ও পুকুর দখল নিয়ে নেয়। পুকুর লিজ দিয়ে হাতিয়ে নেয় মোটা টাকা। এ নিয়ে বিরোধ তুঙ্গে ওঠে। 

এরই জের ধরে শুক্রবার জুমার নামাজের সময় মসজিদের ভেতর দুপক্ষের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে জিয়াউদ্দিন গ্রুপ হামলা চালায় মোকছেদ গ্রুপের উপর। মোকছেদ গ্রুপ প্রতিহত করলে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। 

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ব্যাপারে শুক্রবার দিবাগত রাতে মোকসেদ আলী সরদার ১৮ জনকে আসামি করে এবং প্রতিপক্ষ আব্দুর রাজ্জাক ২৭ জনকে আসামি করে মামলা করে। 

মামলার এজাহারে দুপক্ষের অভিযোগ প্রায় একই রকম। উভয় পক্ষই দাবি করেন, মসজিদের কমিটি নিয়ে জুমার নামাজের খুৎবার আগে কথা বলাকে নিয়ে বাকবিতন্ডা শুরু হয়। এরই জের ধরে নামাজ শেষে সংঘর্ষের ঘটনা ঘটে। 

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, ‘এ বিষয়ে উভয়পক্ষই থানায় মামলা করেছে। ৫ জনকে গ্রেপ্তার করে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সড়কে ঝরল খালা-ভাগনের প্রাণ

পাবনায় মাহফিলের পাশে দোকান বসানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

চাটমোহরে সমতল জমিতে কমলা চাষে সম্ভাবনা, সফল কৃষক খয়বর

মুক্তিযোদ্ধাদের ‘জয় বাংলা’ স্লোগান, একজনের ছেলেকে মারধর

সংগীতশিল্পী ও আওয়ামী লীগ নেতা প্রলয় চাকী আটক

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন

পাবিপ্রবি ও জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি

নিজামী-গোলাম আযমকে দেশপ্রেমিক বলায় ছাত্রদল-শিবির হট্টগোল

পাবনায় মদ পানে ২ যুবকের মৃত্যু