হোম > সারা দেশ > পাবনা

স্বামী–সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা এক নারীর, শিশুর মৃত্যু

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

স্বামী ও শিশু সন্তানকে বিষ খাওয়ানোর পর নিজেও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন মানছুরা বেগম (৩০) নামের এক নারী। বিষক্রিয়ার মারা যায় তাঁর শিশু সন্তান মারুফ (৪)। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের রাউৎকান্দি গ্রামে এ ঘটনাটি ঘটছে। 

পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের কারণে মঙ্গলবার সন্ধ্যার পর মানছুরা বেগম খাবারের সঙ্গে বিষ মিশিয়ে স্বামী সন্তানকে খাওয়ায় ও নিজেও খায়। একপর্যায়ে অসুস্থ হয়ে পরলে তাঁর শাশুড়ির চিৎকারে আশপাশের লোকজন এসে প্রথমে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু মারুফ। স্বামী–স্ত্রী চিকিৎসাধীন রয়েছেন। 

সহকারী পুলিশ সুপার চাটমোহর সার্কেল সজীব শাহরীন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাউৎকান্দিতে ঘটনাটি ঘটেছে। স্বামী–স্ত্রী ঢাকায় কাজ করেন। ঈদ উপলক্ষে বাড়িতে এসেছিলেন। শাশুড়ির সঙ্গে ঝগড়ার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী জানিয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিখোঁজের ৫ দিন পর পাবনার বিলে হাত-পা ও মুখ বাঁধা কিশোরীর লাশ

পাবনায় অস্ত্র-গুলিসহ ‘কিলার জাহিদ’ গ্রেপ্তার

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: জাতীয় পুরস্কারপ্রাপ্ত হাসপাতালের দুরবস্থা

পাবনা বিএডিসি: এডির স্বেচ্ছাচারিতায় অচলাবস্থা

চাটমোহরে শিয়ালের মাংস বাজারে বিক্রির অভিযোগ

পাবনায় এবার বিষপ্রয়োগে ৩ কুকুর হত্যার অভিযোগ

পাবনায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ

পাবনার কারাগারে আওয়ামী লীগ নেতা ও সংগীতশিল্পী প্রলয় চাকির মৃত্যু

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে