হোম > সারা দেশ > পাবনা

পদ্মায় গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে বন্ধুদের সঙ্গে গোসলে পদ্মা নদীতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের কামালপুর গ্রামের পাশে নদী থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত দেলোয়ার হোসেন দ্বীপ (১৩) পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামের মাসুদ মণ্ডলের ছেলে। সে পাকশী নর্থ বেঙ্গল পেপার মিলস হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। 

স্থানীয়রা জানায়, পূজার ছুটিতে স্কুল বন্ধ থাকায় দ্বীপ কয়েক দিন আগে উপজেলার লক্ষ্মীকুণ্ডায় কামালপুর গ্রামে নানা সাবেদ আলী মোল্লার বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার বিকেলের দিকে গ্রামে পাঁচ-ছয়জন বন্ধু মাঠে ফুটবল খেলে কামালপুর গ্রামের শাপলা ইটভাটার পাশে পদ্মা নদীতে গোসলে নামে। একপর্যায়ে দ্বীপ নদীতে ডুবে যায়। 

দ্বীপের বাবা মাসুদ মণ্ডল জানান, ডুবে যাওয়ার খবরটি তাৎক্ষণিক লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশ ও ঈশ্বরদী ফায়ার সার্ভিসে জানানো হয়। কিন্তু তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দা ও জেলেদের সহযোগিতায় রাত ৯টার দিকে তার ছেলের মরদেহ উদ্ধার করা হয়। 

নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান জানান, এলাকাবাসী ও জেলেদের মাধ্যমে উদ্ধারের পর রাত ৯টার দিকে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

ঈশ্বরদীতে ৮ দফা দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, সড়ক অবরোধ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রূপপুর প্রকল্পের দুই শ্রমিকের

পাবনা-৩: স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ারুলের

সড়কে ঝরল খালা-ভাগনের প্রাণ

পাবনায় মাহফিলের পাশে দোকান বসানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

চাটমোহরে সমতল জমিতে কমলা চাষে সম্ভাবনা, সফল কৃষক খয়বর

মুক্তিযোদ্ধাদের ‘জয় বাংলা’ স্লোগান, একজনের ছেলেকে মারধর

সংগীতশিল্পী ও আওয়ামী লীগ নেতা প্রলয় চাকী আটক

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন