হোম > সারা দেশ > পাবনা

ঈশ্বরদীতে রেললাইন থেকে নারীর মরদেহ উদ্ধার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে মোছা. শিল্পী খাতুন (৩২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ রোববার ঈশ্বরদী-ঢাকা রেললাইনে উপজেলার মুলাডুলি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

শিল্পী খাতুন পাবনা সদরের বড়দিকশাইল গ্রামের জনি প্রামাণিকের স্ত্রী ও নাটোরের বড়াইগ্রামে গোসাইপুর এলাকার আব্দুর রশিদের মেয়ে। 

পুলিশ জানায়, রোববার সকালে মুলাডুলি বাজার এলাকায় এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে। ফলে মুখমণ্ডল বিকৃত হয়ে গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া এখন কিছু বলা যাচ্ছে না। 

শিল্পী খাতুনের স্বজন টিটু দেওয়ান জানান, শনিবার রাত থেকে শিল্পীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রোববার সকাল ৮টার দিকে আমরা খবর পাই রেল লাইনের পাশে তার পড়ে আছে। শিল্পীকে তার স্বামী মারধর করেছে বলে আমরা জেনেছি। এ জন্য রাগে সে বাড়ি থেকে বের হয়ে যায়। আমাদের ধারণা, স্বামীর ওপর রাগ করে শিল্পী খাতুন ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। 

সিরাজগঞ্জ রেল থানা উপপরিদর্শক (এসআই) আব্দুল মতিন জানান, ধারণা করা হচ্ছে ওই নারী চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জে পাঠানো হয়েছে। 

পাবনায় এবার বিষপ্রয়োগে ৩ কুকুর হত্যার অভিযোগ

পাবনায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ

পাবনার কারাগারে আওয়ামী লীগ নেতা ও সংগীতশিল্পী প্রলয় চাকির মৃত্যু

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে

পাবনা-৫: ১৭ মামলার আসামি শিমুল, ইকবালের মাথায় ১

চাটমোহরে স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত নার্সকে ছুরিকাঘাতের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

কথা পরিষ্কার—নিরীহ মানুষকে গ্রেপ্তার করা যাবে না: হাবিব

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে ঈশ্বরদী

পাবনার সাঁথিয়া: উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগার