পাবনার ভাঙ্গুড়ায় এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে দায়েরকৃত মামলায় সিরাজুল ইসলাম (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার সকালে ভাঙ্গুড়া থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সিরাজুল উপজেলার উত্তরমেন্দা গ্রামের মৃত আব্দুল গফুর আলীর ছেলে এবং তিন সন্তানের পিতা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ জুলাই দুপুরে অভিযুক্ত সিরাজুল ইসলাম ওই গৃহবধূর বাড়িতে প্রবেশ করে। রিলিফ দেওয়া কথা বলে তিনি ওই গৃহবধূর কাছে ভোটার আইডি কার্ড চান। এসময় ওই বাড়িতে কেউ ছিলনা। গৃহবধূ কার্ডটি দিতে গেলে ওই যুবক তাঁকে জড়িয়ে ধরে শ্লীলতাহানি করে। এসময় গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে সে পালিয়ে যায়।
পরে ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। অবশেষে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গৃহবধূর স্বামী দুখু মিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তা মামলা হিসেবে রেকর্ড করেন।
ভাঙ্গুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান আজকের পত্রিকাকে বলেন, গৃহবধূকে শ্লীলতাহানির মামলায় গ্রেপ্তারকৃত যুবককে সকালে পাবনা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।