হোম > সারা দেশ > পাবনা

টিকার নামে নেওয়া টাকা ফেরত দিল বিদ্যালয় কর্তৃপক্ষ

বেড়া (পাবনা) প্রতিনিধি

এসি (এয়ারকন্ডিশনার) কেনার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে করোনা টিকার নামে নেওয়া টাকা ফেরত দিলেন বেড়া উপজেলার ঢালারচর উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। আজ সোমবার বিদ্যালয় কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এলাকায় মাইকিং করে শিক্ষার্থীদের বিদ্যালয়ে ডেকে এসে আদায়কৃত টাকা ফেরত দেওয়া হয়। 

জানা যায়, গতকাল রোববার ওই বিদ্যালয়ে এসি কেনার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে করোনা টিকার নামে টাকা আদায় করা হয়। প্রতিটি শিক্ষার্থীদের কাছ থেকে ৬০-১০০ টাকা করে নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। এ নিয়ে আজকের পত্রিকায় প্রতিবেদন প্রচারসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে প্রশাসনেও তোলপাড় সৃষ্টি হয়েছে। 

ফলে আজ বিদ্যালয় কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এলাকায় মাইকিং করে শিক্ষার্থীদের বিদ্যালয়ে ডেকে নিয়ে আদায়কৃত টাকা ফেরত দেন। 

অষ্টম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী বলেন, টিকা প্রদানের নামে টাকা আদায়কে আমরা ইতিবাচক হিসেবে গ্রহণ করিনি। এ কারণে বিষয়টি নিয়ে প্রথম থেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আসছিলাম। টাকা ফেরত পাওয়াতে আমরা খুশি হয়েছি। অনিয়মের বিরুদ্ধে এটি আমাদের প্রতিবাদ ছিল। 

ঢালারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ বলেন, ছাত্রছাত্রীদের কষ্ট লাঘবের কথা চিন্তা ও অনেকের সঙ্গে আলোচনা করে টাকা আদায় করা হয়েছিল। বিষয়টির নেতিবাচক প্রভাব নিয়ে আমি ভাবিনি। এ ঘটনায় সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। 

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সবুর আলী বলেন, আমি টাকা আদায়ের সত্যতা পেয়েছি। তাই জরুরিভাবে আজকের মধ্যেই শিক্ষার্থীদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। 

টাকা ফেরত দেওয়ার সময় উপস্থিত ছিলেন-বেড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খবির উদ্দিন, প্রধান শিক্ষক আব্দুর রশিদ, বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা পরিষদের সদস্যবৃন্দরা। 

পাবনায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ

পাবনার কারাগারে আওয়ামী লীগ নেতা ও সংগীতশিল্পী প্রলয় চাকির মৃত্যু

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে

পাবনা-৫: ১৭ মামলার আসামি শিমুল, ইকবালের মাথায় ১

চাটমোহরে স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত নার্সকে ছুরিকাঘাতের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

কথা পরিষ্কার—নিরীহ মানুষকে গ্রেপ্তার করা যাবে না: হাবিব

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে ঈশ্বরদী

পাবনার সাঁথিয়া: উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগার

আবু সাইয়িদের পক্ষে মনোনয়নপত্র বাছাইয়ে গিয়ে গ্রেপ্তার ২ আ.লীগ নেতা