হোম > সারা দেশ > পাবনা

সুজানগরের পর এবার সাঁথিয়া থেকে ৩ কঙ্কাল চুরি

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি 

পাবনার সুজানগরের পর এবার সাঁথিয়া থেকে তিনটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে ওই স্থানীয়রা কঙ্কাল চুরির বিষয়টি জানতে পারেন।

স্থানীয়রা জানান, উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের রাজাপুর গ্রামের মাঠের মধ্যে একটি গ্রামীণ কবরস্থান রয়েছে। আজ সকালে ওই কবরস্থানের পুরোনো কবরে এলোমেলো গর্ত দেখতে পান এলাকাবাসী। পরে তাঁরা কবরস্থানের ভেতরে দেখতে পান সাদা কাপড় পড়ে আছে। এর মধ্যে কোনো কঙ্কাল নেই। এভাবে দুষ্কৃতকারীরা একজন নারী, একজন পুরুষ ও একটি শিশুর কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী তাঁদের স্বজনদের কবর ঠিক আছে কি না, তা দেখার জন্য কবরস্থানে ভিড় করেন।

রাজাপুর গ্রামের জালাল উদ্দিন জানান, কবরস্থানের কাছে তিনি তিল শুকাচ্ছিলেন। হঠাৎ নজরে আসে একটি কবরের বাঁশের চাতাল উঁচু হয়ে আছে। তিনি অন্যদের সঙ্গে নিয়ে কবরস্থানে গিয়ে দেখেন কবরটিতে গর্ত করা। পরে তাঁরা মাটি সরিয়ে দেখেন কবরের ভেতরে কঙ্কাল নেই। এভাবে একে একে তিনটি কবর থেকে দুষ্কৃতকারীরা তিনটি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে।

তিনি আরও জানান, গতকাল রাতের কোনো একসময় এ কঙ্কালগুলো চুরি করা হয়েছে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘কবর থেকে কঙ্কাল চুরি—এটা খুবই অপ্রত্যাশিত। কবরস্থানে পাহারাদার রাখাও সম্ভব নয়। তবে তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন–

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে

পাবনা-৫: ১৭ মামলার আসামি শিমুল, ইকবালের মাথায় ১

চাটমোহরে স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত নার্সকে ছুরিকাঘাতের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

কথা পরিষ্কার—নিরীহ মানুষকে গ্রেপ্তার করা যাবে না: হাবিব

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে ঈশ্বরদী

পাবনার সাঁথিয়া: উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগার

আবু সাইয়িদের পক্ষে মনোনয়নপত্র বাছাইয়ে গিয়ে গ্রেপ্তার ২ আ.লীগ নেতা

পিটিয়ে হত্যা করা আইনজীবী নাঈম উবারে গাড়ি চালাতেন—জানালেন সহকর্মীরা

দখল-দূষণে বিলীন আত্রাই: নদ ভরাট করে ক্লিনিক মার্কেট ভবন

শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচিতে পুলিশের বাধা, পাল্টাপাল্টি ধাওয়ায় আহত ৩২