হোম > সারা দেশ > পাবনা

বিশাল আকৃতির কালা মানিক ও রাজা বাবু দেখতে মানুষের ভিড়

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

কালা মানিক ও রাজা বাবুর সঙ্গে আনিস। ছবি: আজকের পত্রিকা

কোরবানির ঈদ সামনে রেখে দেশজুড়ে জমে উঠেছে প্রস্তুতি। এরই মধ্যে পাবনার সাঁথিয়া উপজেলায় আলোচনায় এসেছে দুটি বিশাল আকৃতির গরু—‘কালা মানিক’ ও ‘রাজা বাবু’। উপজেলার ইকরজানা গ্রামের বাসিন্দা আনিস প্রায় তিন বছর ধরে শখের বসে লালন-পালন করছেন গরু দুটি।

ফ্রিজিয়ান ক্রস ও শাহিওয়াল ক্রস জাতের এই গরু দুটি লম্বায় ও উচ্চতায় ছয় ফুটেরও বেশি। একেকটির ওজন ৩২ মণেরও বেশি বলে জানিয়েছেন খামারি আনিস। সম্পূর্ণ দেশীয় খাদ্য—কাঁচা ঘাস, খৈল, ভুসি, খড় ও দানাদার খাবার খাওয়ানো হয় গরু দুটিকে। বিশাল আকৃতির কারণে গরুগুলোর প্রতি যেমন মানুষের কৌতূহল বেড়েছে, তেমনি তৈরি হয়েছে ব্যাপক সাড়া।

আনিস জানান, তার গরু দুটির নাম ‘কালা মানিক’ ও ‘রাজা বাবু’। এরই মধ্যে অনেকেই গরু দুটি কিনতে আগ্রহ প্রকাশ করেছেন, তবে ৩২ লাখ টাকা দাম হাঁকালেও এখনো ন্যায্য দাম পাননি বলে বিক্রি করেননি।

স্থানীয় বাসিন্দা আব্দুল লতিফ বলেন, ‘এলাকায় এমন বড় গরু আগে কখনো দেখা যায়নি। কালা মানিক ও রাজা বাবু এখন পুরো অঞ্চলে আলোচনার কেন্দ্রে।’

তবে গরুর মালিক আনিস জানান, গত ৫ আগস্টের পর থেকে ক্রেতার সংখ্যা কমে গেছে। গোখাদ্যের দাম বাড়ার কারণে গরুর সঠিক দাম পাওয়া নিয়ে তিনি কিছুটা চিন্তিত।

গরু দুটি দেখতে প্রতিদিন ভিড় করছে আশপাশের গ্রামের উৎসুক মানুষ। এ বিষয়ে সাঁথিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জহুরুল ইসলাম জানান, বড় আকারের গরু পালনে প্রাণিসম্পদ বিভাগ খামারিদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে।

উপজেলায় এবারের কোরবানির ঈদ সামনে রেখে প্রায় ৬৭ হাজার পশু প্রস্তুত করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচিতে পুলিশের বাধা, পাল্টাপাল্টি ধাওয়ায় আহত ৩২

ঈশ্বরদীতে ৮ দফা দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, সড়ক অবরোধ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রূপপুর প্রকল্পের দুই শ্রমিকের

পাবনা-৩: স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ারুলের

সড়কে ঝরল খালা-ভাগনের প্রাণ

পাবনায় মাহফিলের পাশে দোকান বসানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

চাটমোহরে সমতল জমিতে কমলা চাষে সম্ভাবনা, সফল কৃষক খয়বর

মুক্তিযোদ্ধাদের ‘জয় বাংলা’ স্লোগান, একজনের ছেলেকে মারধর

সংগীতশিল্পী ও আওয়ামী লীগ নেতা প্রলয় চাকী আটক