হোম > সারা দেশ > পাবনা

নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও জড়িতের শাস্তির দাবিতে মানববন্ধন 

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

পাবনার চাটমোহরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কেটে বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বড়াল রক্ষা আন্দোলনের সদস্যরা মানববন্ধনে এই অভিযোগ তোলেন। এ সময় তাঁরা জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান। 

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাপার কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এস এম মিজানুর রহমান। এতে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইছহাক আলী মানিক, সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি সাজেদুর রহমান মাস্টার, সাপ্তাহিক চাটমোহরের বার্তা সম্পাদক এস এম হাবিবুর রহমান, প্রেসক্লাবের আহ্বায়ক রকিবুর রহমান টুকুন, এলডিওর নির্বাহী পরিচালক নুরে আলস সিদ্দিকী মঞ্জু প্রমুখ। 

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরেই চাটমোহরের বড়াল, গুমানী, চিকনাই নদী থেকে এবং নিমাইচড়া গাঙ থেকে একটি অসাধু গোষ্ঠী মাটি কেটে ইটভাটায় বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এখন নদীতে ড্রেজার লাগিয়ে বালু উত্তোলন করছে। এ ব্যাপারে বাপা ও বড়াল রক্ষা আন্দোলনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিলেও কোনো প্রকার ব্যবস্থা নেওয়া হয়নি। 

জানতে চাইলে ইউএনও রেদুয়ানুল হালিম বলেন, ‘মিছিল, মিটিং কিংবা মানববন্ধন করা গণতান্ত্রিক অধিকার। শান্তিপূর্ণভাবে এগুলো হতে পারে। তাঁদের তো ঢাকায় বলতে হবে যে তাঁরা এসব কাজের প্রতিবাদ করছেন। আর মানববন্ধনে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া। আমি মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছি। এ অভিযান অব্যাহত আছে।’

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে

পাবনা-৫: ১৭ মামলার আসামি শিমুল, ইকবালের মাথায় ১

চাটমোহরে স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত নার্সকে ছুরিকাঘাতের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

কথা পরিষ্কার—নিরীহ মানুষকে গ্রেপ্তার করা যাবে না: হাবিব

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে ঈশ্বরদী

পাবনার সাঁথিয়া: উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগার

আবু সাইয়িদের পক্ষে মনোনয়নপত্র বাছাইয়ে গিয়ে গ্রেপ্তার ২ আ.লীগ নেতা

পিটিয়ে হত্যা করা আইনজীবী নাঈম উবারে গাড়ি চালাতেন—জানালেন সহকর্মীরা

দখল-দূষণে বিলীন আত্রাই: নদ ভরাট করে ক্লিনিক মার্কেট ভবন

শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচিতে পুলিশের বাধা, পাল্টাপাল্টি ধাওয়ায় আহত ৩২