হোম > সারা দেশ > পাবনা

বাংলাদেশ-ভারতের কবিদের অংশগ্রহণে ঈশ্বরদীতে কবি-উৎসব

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

বাংলাদেশ ও ভারতের কবিদের অংশগ্রহণে পাবনার ঈশ্বরদীর প্রত্যন্ত গ্রামাঞ্চলে দিনব্যাপী কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দিনব্যাপী উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি গ্রামের চরনিকেতন কাব্য মঞ্চে এই উৎসব হয়।

কবি ও কবিতার সংগঠন ‘মহীয়সী সাহিত্য পাঠচক্রের’ ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত উৎসবের উদ্বোধন করেন প্রাবন্ধিক, গবেষক ও কবি মজিদ মাহমুদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান আ স ম আব্দুর রহিম পাকন।

সংগঠনের সভাপতি রেহেনা সুলতানা শিল্পীর সভাপতিত্বে ও কবি সালেক শিবলীর সঞ্চালনায় অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অতিথি হিসেবে বক্তব্য দেন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের গভর্নিং বডির চেয়ারম্যান রোকেয়া ইসলাম, পাবনা এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের সহযোগী অধ্যাপক ড. আব্দুল মজিদ, সহকারী অধ্যাপক আকতার জাহান, সাহিত্যানুরাগী ডা. সরওয়ার জাহান, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, পাবনা প্রেসক্লাবের সাবেক সহসভাপতি আখতারুজ্জামান আখতার প্রমুখ।

দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল কবি সমাবেশ, আলোচনা সভা, কবি আড্ডা, কবিকণ্ঠে কবিতা পাঠ, আবৃত্তি, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেলে চরনিকেতন চত্বরে কবি মজিদ মাহমুদের উদ্যোগে প্রত্যন্ত চরাঞ্চলের মানুষের সুবিধার্থে একটি বেসরকারি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। 

উৎসবে ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়া থেকে কবি আবু রায়হান, ডায়মন্ড হারবার থেকে অরুণ পাঠক, সোনারপুর থেকে নাগ সেন, গরিয়া থেকে তাজিমুর রহমানসহ বেশ কয়েকজন কবি এসেছিলেন।

আয়োজক সংগঠনের প্রধান কবি রেহেনা সুলতানা শিল্পী বলেন, প্রতি বছর এই দিনে পাবনা শহরে প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন আয়োজন করা হয়। কিন্তু এবার ঈশ্বরদীর প্রত্যন্ত চরাঞ্চল চরগড়গড়িতে কবি উৎসবের আয়োজন করা হয়। এ উৎসবে বাংলাদেশ ও ভারতের শতাধিক কবি অংশগ্রহণ করেছেন। ভবিষ্যতেও ঈশ্বরদীতে এ ধরনের আয়োজন করা হবে।

পাবনায় এবার বিষপ্রয়োগে ৩ কুকুর হত্যার অভিযোগ

পাবনায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ

পাবনার কারাগারে আওয়ামী লীগ নেতা ও সংগীতশিল্পী প্রলয় চাকির মৃত্যু

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে

পাবনা-৫: ১৭ মামলার আসামি শিমুল, ইকবালের মাথায় ১

চাটমোহরে স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত নার্সকে ছুরিকাঘাতের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

কথা পরিষ্কার—নিরীহ মানুষকে গ্রেপ্তার করা যাবে না: হাবিব

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে ঈশ্বরদী

পাবনার সাঁথিয়া: উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগার