হোম > সারা দেশ > পাবনা

বাসমালিকদের ‘স্বেচ্ছাচারিতার’ প্রতিবাদে পাবনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

পাবনা প্রতিনিধি

পাবনা থেকে বন্ধ রয়েছে ঢাকাগামী বাস চলাচল। শুক্রবার দুপুরে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তোলা। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের শাহজাদপুর বাসমালিকদের স্বেচ্ছাচারিতা ও পাবনার শ্রমিকদের মারধরের প্রতিবাদে পাবনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার পর পাবনা থেকে ঢাকা রুটে বাস চলাচল বন্ধের ডাক দিয়েছে পাবনা জেলা মোটর মালিক গ্রুপ। এ দিকে পাবনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে দূরপাল্লার যাত্রীরা। তারা বিকল্প উপায়ে বিভিন্ন রুট ঘুরে অতিরিক্ত খরচে ঢাকায় যেতে বাধ্য হচ্ছে।

আজ শুক্রবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন পাবনা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম। তিনি বলেন, পাবনা মোটর মালিক গ্রুপ, বাস-মিনিবাস মালিক সমিতিসহ তিনটি সংগঠনের ডাকে পাবনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। চলমান সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে জানান তিনি। তবে আঞ্চলিক ও স্থানীয় সব রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

মমিনুল ইসলাম বলেন, ‘পাবনা থেকে শাহজাদপুর মহাসড়ক হয়ে পাবনার সব বাস ঢাকায় যাতায়াত করে। কিন্তু মাঝেমধ্যেই শাহজাদপুরের বাসমালিক-শ্রমিকেরা বিভিন্ন অজুহাতে পাবনার বাসচালক ও শ্রমিকদের মারধর করে। তাদের স্বেচ্ছাচারিতার কারণে শাহজাদপুরে পাবনার কোনো বাস কাউন্টার রাখতে দেয়নি। এর মধ্যে তারা চাটমোহর ভাঙ্গুরা ফরিদপুর বাস কাউন্টার দখল করে নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘এর মধ্যে শাহজাদপুরের নবীনবরণ বাসটি সমিতির নিয়ম না মেনে পাবনার কাশিনাথপুর থেকে মাওনা রুটে চলাচল শুরু করে। অথচ বিষয়টি তারা পাবনার মালিক গ্রুপকে কিছু বলেনি। একটা চিঠি দিয়ে জানানোর প্রয়োজন মনে করেনি তারা। এ ছাড়া বিভিন্ন সময়ে এর আগেও অনেকবার শাহজাদপুরের বাস মালিক-শ্রমিকেরা পাবনার বাসচালক শ্রমিকদের নানাভাবে হয়রানি করে আসছে। তাদের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মূলত এই বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।’

পাবনা থেকে বন্ধ রয়েছে ঢাকাগামী বাস চলাচল। শুক্রবার দুপুরে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তোলা। ছবি: আজকের পত্রিকা

পাবনা জেলা মোটর মালিক গ্রুপের অফিস সচিব আমিনুল ইসলাম বাবলু বলেন, ‘গত ২৫ জুন দুপুরের দিকে পাবনার একটি বাস কাশিনাথপুরে দাঁড়ানো ছিল। পাবনার বাসটি ছাড়ার আগেই নিয়ম না মেনে সেখানে থাকা শাহজাদপুরের নবীনবরণ বাসটি আগে ছেড়ে যায়। এ নিয়ে কথা-কাটাকাটির জেরে পাবনার একজন বাসশ্রমিককে মারধর করে নবীনবরণ বাসের শ্রমিকেরা। তার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য পাবনা থেকে ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।’

পাবনা মোটর মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল ইসলাম বাদশা বলেন, ‘বারবার কথা দেওয়ার পরও শাহজাদপুরের বাসশ্রমিকেরা পাবনার গাড়িতে হামলা চালাচ্ছে। গত ২৫ জুন আমাদের একজন শ্রমিককে মারধর করা হয়। এর আগেও অনেকবার তাদের স্বেচ্ছাচারিতা ও শ্রমিকদের মারধরের ঘটনায় ধর্মঘট হয়েছে। নতুন করে তারা আবারও ঝামেলা সৃষ্টি করছে। আমরা প্রশাসনের হস্তক্ষেপে স্থায়ী সমাধান চাই। যাতে আর কোনো দিন এমন পরিস্থিতির সৃষ্টি না হয়।’

এ বিষয়ে পাবনা জেলা প্রশাসক মফিজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মোটর মালিক গ্রুপ বা সমিতি আমাকে কেউ কিছু জানায়নি। বাস বন্ধ আছে, সেটিও আমার জানা ছিল না। আমি এখনই খোঁজ নিচ্ছি। তাদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করব।’

পাবনার কারাগারে আওয়ামী লীগ নেতা ও সংগীতশিল্পী প্রলয় চাকির মৃত্যু

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে

পাবনা-৫: ১৭ মামলার আসামি শিমুল, ইকবালের মাথায় ১

চাটমোহরে স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত নার্সকে ছুরিকাঘাতের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

কথা পরিষ্কার—নিরীহ মানুষকে গ্রেপ্তার করা যাবে না: হাবিব

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে ঈশ্বরদী

পাবনার সাঁথিয়া: উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগার

আবু সাইয়িদের পক্ষে মনোনয়নপত্র বাছাইয়ে গিয়ে গ্রেপ্তার ২ আ.লীগ নেতা

পিটিয়ে হত্যা করা আইনজীবী নাঈম উবারে গাড়ি চালাতেন—জানালেন সহকর্মীরা