হোম > সারা দেশ > পাবনা

পাবনায় বালু লুটের অপরাধে ৩ জনের কারাদণ্ড

পাবনা প্রতিনিধি

পাবনা সদর উপজেলার চরআশুতোষপুর খটখটিপাড়ায় আজ শুক্রবার অবৈধভাবে বালু তোলা বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান। ছবি: আজকের পত্রিকা

পাবনায় অবৈধভাবে বালু তোলার অপরাধে তিনজনকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার বেলা ২টার দিকে পাবনা সদর উপজেলার চরআশুতোষপুর খটখটিপাড়ায় অভিযান চালানো হয়।

বালু লুটের অভিযোগের প্রমাণ পাওয়ায় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুরাদ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই তিনজনকে কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার ভাঁড়ারা গ্রামের আব্দুল্লাহ (৩০), একই এলাকার আরিফুল ইসলাম (৩০) ও ঈশ্বরদী উপজেলার পাকশী এলাকার রিংকু (২৮)। তাঁদের মধ্যে আব্দুল্লাহ ও আরিফুল বালু তোলার কাজে ব্যবহৃত খননযন্ত্রের (এক্সকাভেটর) চালক এবং রিংকু বালু বহনকারী গাড়ির চালক।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র ওই এলাকায় অবৈধভাবে বালু তুলছে বলে অভিযোগ ছিল। এর পরিপ্রেক্ষিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। অবৈধভাবে বালু তোলা রোধে অভিযান অব্যাহত থাকবে।

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রূপপুর প্রকল্পের দুই শ্রমিকের

পাবনা-৩: স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ারুলের

সড়কে ঝরল খালা-ভাগনের প্রাণ

পাবনায় মাহফিলের পাশে দোকান বসানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

চাটমোহরে সমতল জমিতে কমলা চাষে সম্ভাবনা, সফল কৃষক খয়বর

মুক্তিযোদ্ধাদের ‘জয় বাংলা’ স্লোগান, একজনের ছেলেকে মারধর

সংগীতশিল্পী ও আওয়ামী লীগ নেতা প্রলয় চাকী আটক

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন

পাবিপ্রবি ও জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি