হোম > সারা দেশ > পাবনা

বাপ-চাচারা মার্ডার করেছে, প্রয়োজনে আমিও করব: ইউপি সদস্যদের চেয়ারম্যানের হুমকি

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়ন পরিষদের (ইউপি) ১১ সদস্যকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নানের বিরুদ্ধে। এ ঘটনায় গত শুক্রবার ভাঙ্গুড়া থানায় চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন ইউপি সদস্যরা। তাঁদের পক্ষে অভিযোগপত্রে স্বাক্ষর করেন প্যানেল চেয়ারম্যান শাহাদৎ হোসেন টুকি।

অভিযোগ সূত্রে জানা গেছে, চেয়ারম্যান আব্দুল হান্নানের নানা অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে গত মঙ্গলবার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন ওই ইউপি সদস্যরা। পরে বিষয়টি সমঝোতার জন্য বৃহস্পতিবার বিকেলে ইউপি কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের কয়েকজন সিনিয়র নেতা ইউপি সদস্য ও চেয়ারম্যানকে নিয়ে বৈঠকে বসেন। এ সময় আব্দুল হান্নান উত্তেজিত হয়ে বিভিন্ন কথাবার্তা বলতে থাকেন। ইউপি সদস্যরা আব্দুল হান্নানের কথার প্রতিবাদ জানালে তিনি বলেন, তাঁর (আব্দুল হান্নান) বাপ-চাচারা মার্ডার করেছেন, প্রয়োজনে তিনিও মার্ডার করবেন। পরে কোনো সমঝোতা ছাড়াই মিটিং শেষ করে দিতে বাধ্য হন নেতারা। এ ঘটনার পরও চেয়ারম্যানের লোকজন ওই ইউপি সদস্যদের নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে প্যানেল চেয়ারম্যান শাহাদৎ হোসেন টুকি বলেন, ‘চেয়ারম্যান আব্দুল হান্নানের মার্ডার করার হুমকি পেয়ে আমরা আতঙ্কের মধ্যে রয়েছি। তাই নিজেদের জানমালের নিরাপত্তার কথা ভেবে থানায় অভিযোগ দিয়েছি।’

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। এ কারণে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, ‘একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচিতে পুলিশের বাধা, পাল্টাপাল্টি ধাওয়ায় আহত ৩২

ঈশ্বরদীতে ৮ দফা দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, সড়ক অবরোধ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রূপপুর প্রকল্পের দুই শ্রমিকের

পাবনা-৩: স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ারুলের

সড়কে ঝরল খালা-ভাগনের প্রাণ

পাবনায় মাহফিলের পাশে দোকান বসানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

চাটমোহরে সমতল জমিতে কমলা চাষে সম্ভাবনা, সফল কৃষক খয়বর

মুক্তিযোদ্ধাদের ‘জয় বাংলা’ স্লোগান, একজনের ছেলেকে মারধর

সংগীতশিল্পী ও আওয়ামী লীগ নেতা প্রলয় চাকী আটক