হোম > সারা দেশ > পাবনা

পাবনায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া সেই আ. লীগ নেতা গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি

পুলিশের হাতে গ্রেপ্তার আব্দুল ওহাব। ছবি: সংগৃহীত

পাবনায় পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়ার তিন দিন পর গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাব। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে সুজানগরের মথুরাপুরের একটি বাড়ি থেকে তাঁকেসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে পুলিশ সুপার মোরতোজা আলী খানের নেতৃত্বে এক অভিযানে পৌর সদরের মথুরাপুর বটতলা এলাকার আনসার সরকারের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় ওহাবকে ছিনিয়ে নেওয়ার মামলার এজাহারভুক্ত আসামি তাঁর ব্যক্তিগত সহকারী রাব্বিকেও গ্রেপ্তার করা হয়।

আব্দুল ওহাব উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক মেয়র ও সাবেক উপজেলা চেয়ারম্যান। গত রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে মথুরাপুর হাইস্কুল মাঠ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় পলাতক আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় জয়বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়ি থেকে ওহাবকে ছিনিয়ে নিয়ে যান স্থানীয় নেতাকর্মীরা।

এ ঘটনায় ওই দিন রাতে সুজানগর থানার উপপরিদর্শক (এসআই) আজাহার আলী বাদী হয়ে ওহাবকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলায় ৬৪ জন নামীয় ও ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। রাতেই যৌথ বাহিনীর অভিযানে ১৬ জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে এক নারীসহ ১১ জনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশের হাতে গ্রেপ্তার আব্দুল ওহাব। ছবি: আজকের পত্রিকা

সুজানগর সার্কেলের অতিরিক্ত দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, আব্দুল ওহাবকে ছিনিয়ে নেওয়ার পর থেকেই পুলিশ ও যৌথ বাহিনী তাঁকেসহ জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রেখেছিল। আসামিরা এখন পুলিশি হেফাজতে রয়েছেন। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের আদালতে তোলা হবে।

আরও পড়ুন:

পাবনায় এবার বিষপ্রয়োগে ৩ কুকুর হত্যার অভিযোগ

পাবনায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ

পাবনার কারাগারে আওয়ামী লীগ নেতা ও সংগীতশিল্পী প্রলয় চাকির মৃত্যু

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে

পাবনা-৫: ১৭ মামলার আসামি শিমুল, ইকবালের মাথায় ১

চাটমোহরে স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত নার্সকে ছুরিকাঘাতের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

কথা পরিষ্কার—নিরীহ মানুষকে গ্রেপ্তার করা যাবে না: হাবিব

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে ঈশ্বরদী

পাবনার সাঁথিয়া: উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগার