পাবনার ভাঙ্গুড়ায় ১৯ দিন ধরে নিখোঁজ রয়েছেন তফিজ উদ্দিন প্রামাণিক (৬০) নামের এক বৃদ্ধ। গত ১৯ দিন ধরে তাঁকে খুঁজে না পাওয়ায় তাঁর পরিবারে লোকেরা শঙ্কায় রয়েছেন। ওই বৃদ্ধ উপজেলার চরভাঙ্গুড়া পূর্বপাড়া গ্রামের মৃত জসিম উদ্দিন প্রামাণিকের পুত্র। তফিজ উদ্দিন প্রামাণিক পেশায় একজন দিনমজুর।
এ বিষয়ে নিখোঁজ ব্যক্তির ভাই ইছহাক প্রামাণিক বলেন, 'গত ২৩ অক্টোবর বিকেলে তাঁর ভাই তফিজ উদ্দিন ভাঙ্গুড়া বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হন। সেখানে তিনি বাজার-সদাই করেন। পরে গ্রামের এক ব্যক্তির কাছে বাজার দিয়ে তাঁর বাড়িতে পৌঁছে দিতে বলেন। তারপর থেকেই তাঁকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।
ইছহাক প্রামাণিক বলেন, 'আত্মীয়-স্বজনদের বাড়িতেও খোঁজ নেওয়া হয়েছে। কোথাও তাঁর খোঁজ পাইনি। এ অবস্থায় পরিবারের সবাই চিন্তিত ও আতঙ্কিত হয়ে পড়েছেন।'
এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান আজকের পত্রিকাকে বলেন, 'এ ব্যাপারে থানায় কেউ আসেনি। কেউ আসলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।'