হোম > সারা দেশ > পাবনা

ভাঙ্গুড়া পৌরসভার ১২ কোটি টাকার বাজেট ঘোষণা

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের ১২ কোটি ৯০ লাখ ৭৫ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পৌরসভা চত্বরে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল।

বাজেটে পৌরসভার বিভিন্ন রাজস্ব খাতে প্রস্তাবিত আয় ধরা হয়েছে ৪ কোটি ৬৫ লাখ ৭৫ হাজার টাকা। বিভিন্ন উন্নয়ন খাতে প্রস্তাবিত আয় ধরা হয়েছে ৮ কোটি ২৫ লাখ টাকা। পৌরসভার বিভিন্ন রাজস্ব খাতে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৩৩ লাখ ১৫ হাজার টাকা। বিভিন্ন উন্নয়ন খাতে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ২৫ লাখ টাকা। রাজস্ব খাতে সমাপনী স্থিতি দেখানো হয়েছে ৩২ লাখ ৬০ হাজার টাকা।

বাজেট অনুষ্ঠানে পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল জানান, এবারের বাজেটে পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন উন্নয়নমূলক কাজ, শহর আলোকিতকরণ, পানি সরবরাহ, পৌর এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখতে ডাস্টবিন স্থাপন ও কোভিড-১৯ প্রতিরোধসহ মাদকমুক্ত পৌরসভা গঠনে জনকল্যাণমূলক কাজকে আগ্রাধিকার দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বাকি বিল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান, জেলা পরিষদ সদস্য আসলাম আলী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, প্যানেল মেয়র বরাত আলী, পৌর সচিব উত্তম কুমার সাহা, হিসাব রক্ষণ কর্মকর্তা নাজমুল হুদাসহ কাউন্সিলরবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন

পাবিপ্রবি ও জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি

নিজামী-গোলাম আযমকে দেশপ্রেমিক বলায় ছাত্রদল-শিবির হট্টগোল

পাবনায় মদ পানে ২ যুবকের মৃত্যু

পাবনায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা শিমুল বিশ্বাসসহ আহত ৪

পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চালু মার্চেই: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

বিশ্ববিদ্যালয়ছাত্র নাফিউল হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরছে, ধরছে না পুলিশ: অভিযোগ বাবা-মায়ের

আটটি কুকুরছানা হত্যা: সেই নিশি রহমানের জামিন মঞ্জুর

মামলা ষড়যন্ত্রমূলক দাবি করে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

বিস্ফোরক মামলায় আওয়ামী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জেলে