হোম > সারা দেশ > পাবনা

চাটমোহরে ট্রাকচাপায় নারী নিহত

চাটমোহর (পাবনা) প্রতিনিধি 

ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা। ছবি: আজকের পত্রিকা

পাবনার চাটমোহরে ট্রাকচাপায় নিহার বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। আজ বুধবার (২৫ জুন) সকাল ৮টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের পূর্ব টিয়ারতলা নতুন মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিহার বেগম উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বন্যাগাড়ী গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গৃহবধূ নিহার বেগম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। এদিন সকাল ৬টার দিকে তিনি শিমুলতলা বাজারে একটি দুধবাহী গাড়ির সামনে মাথা ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তিনি রেলবাজার এলাকার দিকে হাঁটতে থাকেন। এমন সময় পূর্ব টিয়ারতলা এলাকায় একটি দ্রুতগামী ট্রাকের নিচে তিনি ঝাঁপিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে। ট্রাক দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা ধাওয়া দিয়ে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম আজকের পত্রিকাকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করবে না বলে জানিয়েছে।

মামলা ষড়যন্ত্রমূলক দাবি করে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

বিস্ফোরক মামলায় আওয়ামী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জেলে

শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষায় বাধা, ইট দিয়ে শিক্ষকের মাথা ফাটালেন যুবদল নেতা

নৈশপ্রহরীদের বেঁধে ৫ জুয়েলারিতে ডাকাতি, ৫০ ভরি সোনার গয়না লুট

চাটমোহরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ছিনতাই ও হত্যাচেষ্টার মামলায় চাটমোহর মহিলা দলের দুই নেত্রী গ্রেপ্তার

৮ কুকুরছানা হত্যা: মায়ের সঙ্গে কারাগারে দুই বছরের শিশু

৮ কুকুরছানা হত্যা: গ্রেপ্তার সরকারি কর্মকর্তার স্ত্রী নিশি কারাগারে

আট কুকুরছানা হত্যায় মামলা: সরকারি কর্মকর্তার স্ত্রী গ্রেপ্তার

৮ কুকুরছানা হত্যায় সরকারি কর্মকর্তাকে বাসা ছাড়তে বাধ্য করল প্রশাসন, মামলার প্রস্তুতি