হোম > সারা দেশ > পাবনা

বেড়ায় নদীতে নিখোঁজের একদিন পর তরুণের মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধি

পাবনার বেড়ায় নদীতে নিখোঁজের একদিন পর সোহান হোসেন (২০) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

আজ মঙ্গলবার সকালে উপজেলার চাকলা পূর্বপাড়া গ্রামের কাগেশ্বরী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত সোহান চাকলা পূর্বপাড়া গ্রামের মোল্লার ছেলে। বেড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল হালিম মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার বিকেলে তার নিজ বাড়ির পাশে কাকেশ্বরী নদীতে থাকা বাঁশের সাঁকো পাড় হওয়ার সময় পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হন সোহান। বেড়া ফায়ার সার্ভিসের একটি দল পাঁচ ঘণ্টা উদ্ধার অভিযান পরিচালনা করেও মরদেহের সন্ধান পায়নি। পরে রাতে বেড়া ফায়ার সার্ভিস রাজশাহী ডুবুরি দলকে খবর দেয়। মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের এক ঘণ্টা যৌথ অভিযানে মরদেহটি উদ্ধার করে।

বেড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল হালিম বলেন, ‘আমরা সোমবার বিকেলে থেকে নদীতে নিখোঁজ যুবকের সন্ধানে কাজ করে তার সন্ধান পাইনি। একদিন পর রাজশাহী ডুবুরি দলের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করতে পেরেছি। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে

পাবনা-৫: ১৭ মামলার আসামি শিমুল, ইকবালের মাথায় ১

চাটমোহরে স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত নার্সকে ছুরিকাঘাতের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

কথা পরিষ্কার—নিরীহ মানুষকে গ্রেপ্তার করা যাবে না: হাবিব

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে ঈশ্বরদী

পাবনার সাঁথিয়া: উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগার

আবু সাইয়িদের পক্ষে মনোনয়নপত্র বাছাইয়ে গিয়ে গ্রেপ্তার ২ আ.লীগ নেতা

পিটিয়ে হত্যা করা আইনজীবী নাঈম উবারে গাড়ি চালাতেন—জানালেন সহকর্মীরা

দখল-দূষণে বিলীন আত্রাই: নদ ভরাট করে ক্লিনিক মার্কেট ভবন

শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচিতে পুলিশের বাধা, পাল্টাপাল্টি ধাওয়ায় আহত ৩২