হোম > সারা দেশ > পাবনা

পাবনায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু 

পাবনা ও সাঁথিয়া প্রতিনিধি

পাবনার সাঁথিয়ায় নদীতে ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত দুই শিশুর নাম আয়শা খাতুন (৪) ও ইনামুল হক (৫)। আয়শা পুন্ডুরিয়া গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে এবং ইনামুল ওই উপজেলার আটিয়াপাড়া গ্রামের আজাদুল ইসলামের ছেলে। তাঁরা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাইবোন। 

করমজা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী বাগচী বিষয়টি নিশ্চিত করেছেন। 

পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ইনামুলের নানি মারা যায়। ওইদিন ইনামুল হক মা-বাবার সাথে তার নানিকে দেখতে এসে আর বাড়ি যায়নি। আজ শনিবার নানির জন্য দোয়া অনুষ্ঠান ছিল। এতে পরিবারের লোকজন ব্যস্ত ছিল। 

এদিকে, মামাতো বোন আয়শার সঙ্গে ইনামুল বাড়ির পাশে ফুটবল খেলছিল। একপর্যায়ে বল পাশের কাগেশ্বরী নদীতে পড়ে যায়। বল আনতে গিয়ে দুজনেই পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন তাঁদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। 

বেড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাতেমা তুজ জান্নাত বলেন, শিশু দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। 

ইউপি চেয়ারম্যান হোসেন আলী বলেন, ‘পুন্ডুরিয়ায় দুটি শিশু পানিতে ডুবে মারা গেছে। এমন দুঃখজনক ঘটনায় নিহত পরিবারের প্রতি সমবেদনা জানাই। তবে পরিবারের সবাইকে সচেতন হতে হবে শিশুদের নিয়ে।’

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে

পাবনা-৫: ১৭ মামলার আসামি শিমুল, ইকবালের মাথায় ১

চাটমোহরে স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত নার্সকে ছুরিকাঘাতের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

কথা পরিষ্কার—নিরীহ মানুষকে গ্রেপ্তার করা যাবে না: হাবিব

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে ঈশ্বরদী

পাবনার সাঁথিয়া: উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগার

আবু সাইয়িদের পক্ষে মনোনয়নপত্র বাছাইয়ে গিয়ে গ্রেপ্তার ২ আ.লীগ নেতা

পিটিয়ে হত্যা করা আইনজীবী নাঈম উবারে গাড়ি চালাতেন—জানালেন সহকর্মীরা

দখল-দূষণে বিলীন আত্রাই: নদ ভরাট করে ক্লিনিক মার্কেট ভবন