হোম > সারা দেশ > পাবনা

ঈশ্বরদীতে স্থানীয় নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করল জামায়াত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি 

পাবনার ঈশ্বরদীতে আনুষ্ঠানিকভাবে দলীয় মেয়র ও চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে জামায়াত। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে হবে, তা নিয়ে মতভেদ রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। এ বিষয়ে এখনো সরকার চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেয়নি। কোনো নির্বাচনের তফসিলও ঘোষণা করা হয়নি। তবে ইতিমধ্যে বিভিন্ন আসনে জায়ামাতে ইসলামী তাদের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে। এবার পাবনার ঈশ্বরদীতে পৌরসভার মেয়র ও সাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় সম্ভাব্য প্রার্থীদের নামও ঘোষণা করল দলটি।

বুধবার রাতে ঈশ্বরদী শহরের আলহাজ মোড়ে দারুস সালাম ট্রাস্ট ভবনে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে ‘প্রার্থী নির্বাচন সভায়’ আনুষ্ঠানিকভাবে দলীয় মেয়র ও চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবু তালেব মন্ডল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দলীয় এসব প্রার্থীর নাম ঘোষণা করেন। রাতেই তালিকাটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ঈশ্বরদী পৌরসভার মেয়র পদের জন্য গোলাম আজমের নাম ঘোষণা করা হয়েছে। তিনি পৌর জামায়াতের আমির ও নারিচা মশুরিয়া উচ্চবিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক।

এ ছাড়া উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে সাঁড়ায় চেয়ারম্যান পদে বর্তমান ইউপি সদস্য মো. সাইফুদ্দিন খান, লক্ষীকুন্ডায় ইসমাইল হোসেন রনি, পাকশীতে মো. মাসুদ রানা, সাহাপুরে ছগির আহমেদ বিন নাসির, সলিমপুরে মো. সাইদুল ইসলাম, দাশুড়িয়ায় মাওলানা নূর মোহাম্মদ এবং মুলাডুলিতে মো. শাহিনুল আলমের নাম ঘোষণা করা হয়।

উপজেলা জামায়াতের আমির মওলানা নুর মোহাম্মদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের জেলা শুরা কার্যপরিষদ সদস্য ও তালিমুল কোরআন বিভাগের সেক্রেটারি গোলাম রব্বানী খান জুবায়ের। উপজেলা জামায়াতের সব রোকন সদস্য এবং দলীয় মনোনীত সম্ভাব্য মেয়র ও চেয়ারম্যান প্রার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে পৌর কমিটির আমির গোলাম আজম আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবারের সভায় শুধু মেয়র ও চেয়ারম্যানদের নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে। যদিও নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি, তারপরও সাংগঠনিকভাবে আমাদের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন-সংক্রান্ত পরবর্তী কার্যক্রম দলীয় নির্দেশনা অনুযায়ী আমরা পালন করব।’

শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষায় বাধা, ইট দিয়ে শিক্ষকের মাথা ফাটালেন যুবদল নেতা

নৈশপ্রহরীদের বেঁধে ৫ জুয়েলারিতে ডাকাতি, ৫০ ভরি সোনার গয়না লুট

চাটমোহরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ছিনতাই ও হত্যাচেষ্টার মামলায় চাটমোহর মহিলা দলের দুই নেত্রী গ্রেপ্তার

৮ কুকুরছানা হত্যা: মায়ের সঙ্গে কারাগারে দুই বছরের শিশু

৮ কুকুরছানা হত্যা: গ্রেপ্তার সরকারি কর্মকর্তার স্ত্রী নিশি কারাগারে

আট কুকুরছানা হত্যায় মামলা: সরকারি কর্মকর্তার স্ত্রী গ্রেপ্তার

৮ কুকুরছানা হত্যায় সরকারি কর্মকর্তাকে বাসা ছাড়তে বাধ্য করল প্রশাসন, মামলার প্রস্তুতি

ঈশ্বরদীতে অস্ত্র উঁচিয়ে গুলি করা সেই যুবক আটক, পিস্তল-গুলি জব্দ

অস্ত্র হাতে যুবক জামায়াত কর্মী তুষার, দাবি পুলিশের