হোম > সারা দেশ > পাবনা

ঈশ্বরদীতে রেলওয়ে মৈত্রী ট্রেনে দুর্বৃত্তের হামলা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে রেলওয়ে মৈত্রী এক্সপ্রেস ট্রেনে হামলা করেছে একদল দুর্বৃত্ত। এতে ট্রেনের বাইরে জানালার গ্লাসের (কাচ) ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে কোনো যাত্রী হতাহত হয়নি। আজ বুধবার ঈশ্বরদী জংশন স্টেশনের লোকোমোটিভ শেডের কাছে এ ঘটনা ঘটে। 

খবর পেয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী-২ বীরবল মণ্ডল, বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেন, পাকশী জেলা রেলওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছুটে আসেন। এ সময় ঘটনাস্থল থেকে পেট্রল জাতীয় একটি বোতল জব্দ করে। 

পাকশী রেলওয়ে জেলা পুলিশ সুপার (এসপি) শাহাবুদ্দিন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে তদন্ত চলছে। যাচাই-বাছাই ছাড়া আপাতত কিছু বলা যাচ্ছে না।’ 

তবে জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘এই মুহূর্তে সঠিক কিছু বলা যাচ্ছে না। দেশে বর্তমানে একটা বিশেষ পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থায় অবরোধকারীরা ঘটনার সঙ্গে জড়িত বলে ধারণা হতে পারে। কেননা আগে তো এমন হয়নি। তদন্তের পর বিষয়টি স্পষ্ট হবে বলে আশা করছি।’ 

এ বিষয়ে মৈত্রী এক্সপ্রেস ট্রেনের চালক রবিউল ইসলাম মোবাইল ফোনে বলেন, ভারতের কলকাতা থেকে ছেড়ে আসা মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী জংশন স্টেশনে অপারেশনাল কাজের জন্য যথারীতি যাত্রাবিরতি দেয়। এরপর ট্রেনটি বেলা ১১টার ৫০ মিনিটের দিকে ঢাকার উদ্দেশ্যে প্ল্যাটফর্ম ছেড়ে যায়। ট্রেনটি আনুমানিক ১১টা ৫৫ মিনিটের দিকে ঈশ্বরদীর লোকোমোটিভ শেড অতিক্রম করে যাওয়ার সময় হঠাৎ শব্দের সঙ্গে ধোঁয়া ও আগুন দেখতে পান তিনি। 

নিরাপত্তার কারণে ট্রেনটি না থামিয়ে চলতে থাকেন। তিনি বুঝতে পারেন দুর্বৃত্তরা ট্রেনের কোচে হামলা করেছে। এ সময় রেললাইনের নিচে অপরিচিত ৩-৪ যুবককে দেখতে পান তিনি। যাদের ১৮ থেকে ২৫ বছর হতে পারে। তাদের মাথার চুল পেছনের দিকে একটু বড় মনে হচ্ছিল। ওই সময় তিনি ট্রেনের ইঞ্জিনে পাদানির কাছে কাচের কিছু ভাঙা অংশ পড়ে থাকতে দেখেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে ট্রেন পরিচালককে জানান। 

ট্রেনের কন্ডাক্টর গার্ড জিয়াউদ্দিন বলেন, ‘মৈত্রী ট্রেনটিতে ৩৭৮ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ভারতীয় যাত্রী ৫০ জন ও বাংলাদেশি যাত্রী ছিলেন ৩২৮ জন। আমি ঘটনার শোনার পরপরই ট্রেনের ভেতরে যাত্রীদের খোঁজখবর নেই। তবে কারও কোন ক্ষতি হয়নি। হামলায় ট্রেনটির ৭২১৯ নম্বর কোচের ডান পাশে আঘাতে জানালার বাইরে কাচের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।’ 

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুজ্জামান রুমেল বলেন, ‘ঘটনাস্থল থেকে একটি বোতল ও ভেতরে পেট্রল জাতীয় কিছু পদার্থ জব্দ করা হয়েছে। বিকেল পর্যন্ত এ ঘটনাটি নিয়ে কোনো মামলা হয়নি।’

পাবনায় মাহফিলের পাশে দোকান বসানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

চাটমোহরে সমতল জমিতে কমলা চাষে সম্ভাবনা, সফল কৃষক খয়বর

মুক্তিযোদ্ধাদের ‘জয় বাংলা’ স্লোগান, একজনের ছেলেকে মারধর

সংগীতশিল্পী ও আওয়ামী লীগ নেতা প্রলয় চাকী আটক

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন

পাবিপ্রবি ও জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি

নিজামী-গোলাম আযমকে দেশপ্রেমিক বলায় ছাত্রদল-শিবির হট্টগোল

পাবনায় মদ পানে ২ যুবকের মৃত্যু

পাবনায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা শিমুল বিশ্বাসসহ আহত ৪