হোম > সারা দেশ > পাবনা

রূপপুর প্রকল্পের ওয়াচ টাওয়ার এলাকায় প্রবেশ, ঈশ্বরদীর ৮ যুবক গ্রেপ্তার

প্রতিনিধি

ঈশ্বরদী (পাবনা): বিনা অনুমতিতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাভুক্ত (কেপিআই) এলাকায় প্রবেশ, সাদা পোশাকের সেনাসদস্যদের সঙ্গে অশোভন আচরণ ও হত্যার হুমকির অভিযোগে পাবনার ঈশ্বরদীতে আট যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত আটটার দিকে ঈশ্বরদী উপজেলার পাকশীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন—উপজেলার পাকশী ইউনিয়নের চররূপপুর গ্রামের ইমরান আলীর ছেলে রিমন হোসেন (২০), দুলাল মিয়ার ছেলে শাওন ইসলাম (২২), আলাউদ্দীন আহমেদের ছেলে আসিফ হোসেন (২০), লিটন হোসেনের ছেলে মনোয়ার হোসেন (২১), মো. মিঠুন ইসলামের ছেলে শান্ত ইসলাম (২১), নুরুল হুদার ছেলে ফজলে রাব্বী (২০), সিরাজ উদ্দিনের ছেলে বাপ্পী (২০) ও মুন্না হোসেন (১৯)। তাঁদের কাছ থেকে চারটি মোটরসাইকেল ও নয়টি মোবাইল ফোন জব্দ করা হয়।

রূপপুর পারমাণবিক পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, অভিযুক্তরা মোটরসাইকেল বহর নিয়ে শনিবার রাত আটটার দিকে পাকশী পদ্মানদীর তীররের রূপপুর প্রকল্পের ৮ নম্বর ওয়াচ টাওয়ার এলাকায় বিনা অনুমতিতে প্রবেশ করে। সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার সদস্যরা তাঁদের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশনের কাগজ দেখতে চায়। এ সময় যুবকেরা উত্তেজিত হয়ে তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। এমনকি পার্শ্ববর্তী ইটভাটায় নিয়ে গোয়েন্দা সংস্থার সদস্যদের হত্যার হুমকিও দেয়। পরে সেনাসদস্যরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে যুবকদের আটক করে।

রূপপুর পারমাণবিক ফাঁড়ির ইনচার্জ পুলিশের উপ-পরিদর্শক (এস আই) আতিকুল ইসলাম বলেন, শনিবার রাত ১০টার দিকে সেনাবাহিনীর এক ওয়ারেন্ট অফিসার যুবকদের রূপপুর পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করেছে। রাতেই যুবকদের ঈশ্বরদী থানায় পাঠানো হয়।

ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান বলেন, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।

পাবনায় এবার বিষপ্রয়োগে ৩ কুকুর হত্যার অভিযোগ

পাবনায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ

পাবনার কারাগারে আওয়ামী লীগ নেতা ও সংগীতশিল্পী প্রলয় চাকির মৃত্যু

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে

পাবনা-৫: ১৭ মামলার আসামি শিমুল, ইকবালের মাথায় ১

চাটমোহরে স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত নার্সকে ছুরিকাঘাতের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

কথা পরিষ্কার—নিরীহ মানুষকে গ্রেপ্তার করা যাবে না: হাবিব

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে ঈশ্বরদী

পাবনার সাঁথিয়া: উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগার