হোম > সারা দেশ > পাবনা

পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, ২ জন অসুস্থ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে পানিতে ডুবে সিয়াম হোসেন (১১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার ছলিমপুর ইউনিয়নের মানিকনগর গ্রামে এক খামারির পুকুরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় তার দুই বন্ধু পানিতে ডুবে অসুস্থ হয়। 

সিয়াম হোসেন মানিকনগর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র এবং মানিকনগর সরদারপাড়ার জুয়েল মাহমুদের ছেলে। তার দুই বন্ধু আশিক (১২) ও আকাশকে (১২) ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। 

স্থানীয় ইউপি সদস্য মো. আক্তারুল জানান, সিয়াম শুক্রবার বেলা ১১টার দিকে তার তিন বন্ধুর সঙ্গে মানিকনগর গ্রামের খামারি নুরুন্নাহার বেগমের একটি পুকুরে গোসল করতে যায়। এ সময় সিয়ামসহ তিনজন পুকুরে নামে এবং এক বন্ধু পুকুরপাড়ে বসে ছিল। কিন্তু সাঁতার না জানায় ওই তিনজনই পুকুরের পানিতে ডুবে যায়। বিষয়টি টের পেয়ে পুকুরপাড়ে থাকা ওই বন্ধু উদ্ধারের জন্য চিৎকার দেয়। চিৎকার শুনে স্থানীয়রা এসে তিনজনকে উদ্ধার করে। এর মধ্যে সিয়াম অজ্ঞান ছিল ও বাকি দুজন অসুস্থ হয়ে পড়ে। উদ্ধারের পরপরই এদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন। 

ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান বলেন, পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। তবে এ নিয়ে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

নিখোঁজের ৫ দিন পর পাবনার বিলে হাত-পা ও মুখ বাঁধা কিশোরীর লাশ

পাবনায় অস্ত্র-গুলিসহ ‘কিলার জাহিদ’ গ্রেপ্তার

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: জাতীয় পুরস্কারপ্রাপ্ত হাসপাতালের দুরবস্থা

পাবনা বিএডিসি: এডির স্বেচ্ছাচারিতায় অচলাবস্থা

চাটমোহরে শিয়ালের মাংস বাজারে বিক্রির অভিযোগ

পাবনায় এবার বিষপ্রয়োগে ৩ কুকুর হত্যার অভিযোগ

পাবনায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ

পাবনার কারাগারে আওয়ামী লীগ নেতা ও সংগীতশিল্পী প্রলয় চাকির মৃত্যু

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে