হোম > সারা দেশ > পাবনা

পেট্রল ও অকটেন মিলছে না চাটমোহরে

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

পাবনার চাটমোহর উপজেলায় মিলছে না মোটরসাইকেলের একমাত্র জ্বালানি পেট্রল ও অকটেন। ভোজ্যতেল সয়াবিনের বাজার যখন চরম অস্থির, ঠিক তখনই পেট্রল ও অকটেনের সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালকেরা।

ঈদের পর থেকেই এ দুটি জ্বালানির সংকট শুরু হয়েছে। গতকাল শনিবার থেকে পেট্রল ও অকটেন শূন্য হয়ে পড়েছে চাটমোহরসহ আশপাশের উপজেলা। যে দু-একটি দোকানে ছিল, তা বিক্রি হয়েছে চড়াদামে। 

মোটরসাইকেল চালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘পেট্রল ও অকটেন না পেয়ে আমরা চরম দুর্ভোগে পড়েছি। সংকট সমাধান না হলে আমাদের মতো বাইকারদের দৈনন্দিন কাজে নিদারুণ ভোগান্তি পোহাতে হবে।’ 

এদিকে চাটমোহরের একমাত্র ফিলিং স্টেশন ‘মেসার্স সালসাবিল ফিলিং স্টেশনে’ পেট্রল ও অকটেন শেষ হয়ে গেছে। কিছু মহাজন পেট্রল ও অকটেন মজুত করে বিক্রি করলেও, তা ফুরিয়ে গেছে। 

আজ রোববার দুপুরে ওই ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, পেট্রল ও অকটেন না থাকায়, সেটি বন্ধ রয়েছে। উপজেলার হাট-বাজার ও রাস্তার মোড়ে মোড়ে, যে সব স্থানে এই দুইটি জ্বালানি বিক্রি হতো, সে সব স্থানেও আর পেট্রল ও অকটেন মিলছে না। 

সালসাবিল ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী কেএম সাঈদ-ইল-ইসলাম কাফি বলেন, মজুত শেষে নতুন করে সরবরাহ না পাওয়ায় সংকট তৈরি হয়েছে। আজ-কালের মধ্যেই সরবরাহ স্বাভাবিক হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। 

দখল-দূষণে বিলীন আত্রাই: নদ ভরাট করে ক্লিনিক মার্কেট ভবন

শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচিতে পুলিশের বাধা, পাল্টাপাল্টি ধাওয়ায় আহত ৩২

ঈশ্বরদীতে ৮ দফা দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, সড়ক অবরোধ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রূপপুর প্রকল্পের দুই শ্রমিকের

পাবনা-৩: স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ারুলের

সড়কে ঝরল খালা-ভাগনের প্রাণ

পাবনায় মাহফিলের পাশে দোকান বসানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

চাটমোহরে সমতল জমিতে কমলা চাষে সম্ভাবনা, সফল কৃষক খয়বর

মুক্তিযোদ্ধাদের ‘জয় বাংলা’ স্লোগান, একজনের ছেলেকে মারধর