হোম > সারা দেশ > পাবনা

ভাঙ্গুড়ায় শিক্ষকদের মারধরের ঘটনায় কারাগারে ২ জন

পাবনা প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় শিক্ষকদের মারধর ও অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুরের ঘটনায় দুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার সকালে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার মধ্যরাতে ভাঙ্গুড়া থানার পুলিশ তাঁদের নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন মাদারবাড়িয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে মাসুদ রানা ছোটন (২৮) ও আব্দুল হামিদের ছেলে শাহাদাত হোসেন (৩২)। দুজনই ইউপি চেয়ারম্যান মনোয়ার খান মিঠুর ক্যাডার বাহিনীর সদস্য।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, মারধরের ঘটনায় ভুক্তভোগী প্রধান শিক্ষক হাবিবুর রহমান বাদী হয়ে শনিবার রাতেই খানমরিচ ইউপি চেয়ারম্যান মনোয়ার খান মিঠুসহ ৯ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার পরই অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার সকালে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, শনিবার সকালে উপজেলার খানমরিচ ইউনিয়ন আন্ত প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে চেয়ারম্যান মনোয়ার হোসেন মিঠুকে দাওয়াত না করায় তাঁর নির্দেশে তাঁর ক্যাডার বাহিনী হামলা চালিয়ে শিক্ষকদের মারধর এবং অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুর করে। পরে ভুক্তভোগী শিক্ষকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন।

সড়কে ঝরল খালা-ভাগনের প্রাণ

পাবনায় মাহফিলের পাশে দোকান বসানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

চাটমোহরে সমতল জমিতে কমলা চাষে সম্ভাবনা, সফল কৃষক খয়বর

মুক্তিযোদ্ধাদের ‘জয় বাংলা’ স্লোগান, একজনের ছেলেকে মারধর

সংগীতশিল্পী ও আওয়ামী লীগ নেতা প্রলয় চাকী আটক

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন

পাবিপ্রবি ও জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি

নিজামী-গোলাম আযমকে দেশপ্রেমিক বলায় ছাত্রদল-শিবির হট্টগোল

পাবনায় মদ পানে ২ যুবকের মৃত্যু