হোম > সারা দেশ > পাবনা

বেড়ায় পাওনা টাকা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বেড়া (পাবনা) প্রতিনিধি

পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১১ জনের আহত হওয়ার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকালে বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের চর সাফুল্লা গ্রামে এই সংঘর্ষের ঘটে। নিহত ব্যক্তির নাম তোতা ব্যাপারী (৬০)। নিহত তোতা ব্যাপারী ওই গ্রামের আহেজ ব্যাপারীর ছেলে। আহতরা বেড়া স্থানীয় হাসপাতাল, পাবনা সদরসহ বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন হয়েছেন।

আহতদের মধ্যে রয়েছেন, আব্দুল আজিজ (৪০), রুশনাই (১৭), জিয়া ব্যাপারী (৩০), বছির উদ্দিন (২০), মজিবর রহমান (৩৫), আরিফ হোসেন (২৫), রমজান আলীর (৪০)। স্থানীয় বেড়া হাসপাতাল ও পাবনা, বগুড়াতে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। 

আহত পরিবার ও বেড়া মডেল থানার ওসি অরবিন্দ সরকার বলেন, প্রায় ১৮ মাস আগে চর সাফুল্লাপুর গ্রামের শফিকুল ইসলামের মাধ্যমে নিহত তোতা মিয়ার ছেলে আখের আলী সৌদি আরব যান। সেখানে কয়েক মাস থাকার পর শফিকুল সেখানে থেকে গেলেও আখের আলী থাকতে না পেরে দেশে ফিরে আসেন। দেশে এসে আখের আলী, শফিকুলের পরিবারের কাছ থেকে তাকে বিদেশ পাঠানোর টাকা ফেরত চান। 

এ নিয়ে দীর্ঘদিন ধরেই উভয় পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এই ঘটনার সূত্রে শুক্রবার সকালে উভয় পরিবারের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তোতা মিয়াকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ওসি অরবিন্দ আরও বলেন, খবর পেয়ে বেড়া মডেল থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তার ও দোষীদের আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে

পাবনা-৫: ১৭ মামলার আসামি শিমুল, ইকবালের মাথায় ১

চাটমোহরে স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত নার্সকে ছুরিকাঘাতের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

কথা পরিষ্কার—নিরীহ মানুষকে গ্রেপ্তার করা যাবে না: হাবিব

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে ঈশ্বরদী

পাবনার সাঁথিয়া: উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগার

আবু সাইয়িদের পক্ষে মনোনয়নপত্র বাছাইয়ে গিয়ে গ্রেপ্তার ২ আ.লীগ নেতা

পিটিয়ে হত্যা করা আইনজীবী নাঈম উবারে গাড়ি চালাতেন—জানালেন সহকর্মীরা

দখল-দূষণে বিলীন আত্রাই: নদ ভরাট করে ক্লিনিক মার্কেট ভবন

শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচিতে পুলিশের বাধা, পাল্টাপাল্টি ধাওয়ায় আহত ৩২